Trina Saha: 'সৃষ্টি ডান্স অ্যাকাডেমি'র উদ্যোগ, বিশেষভাবে সক্ষম খুদেদের সঙ্গে সময় কাটালেন তৃণা - বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে সময় কাটালেন তৃণা
বিশেষভাবে সক্ষম বাচ্চাদের জন্য বছর শেষে এক দারুণ উদ্যোগ নিল 'সৃষ্টি ডান্স অ্যাকাডেমি'। ছোটদের নিয়ে এদিন উইন্টার কার্নিভালের আয়োজন করা হয় সংস্থার পক্ষ থেকে। এই উদ্যোগে শামিল হন অভিনেত্রী তৃণা সাহা। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমিতে আয়োজিত এই অনুষ্ঠান সেজে ওঠে নানা রঙে । ওদের সঙ্গে এদিন দারুণ সময় কাটালেন অভিনেত্রী তৃণা সাহা (Trina spends time with differently abled kids)। সংস্থার কর্ত্রী ইন্দ্রাণী গঙ্গোপাধ্যায়কে সাধুবাদও দেন তৃণা। এদিন অনেকটা সময় কাটানোর পাশাপাশি ভবিষ্যতেও ওদের পাশে থাকার অঙ্গীকার করে যান অভিনেত্রী (Trina Saha with differently abled kids )।
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST
TAGGED:
Trina Saha