Priyanka Sarkar: নতুন মোবাইলের মডেল উদ্বোধনে দুর্গাপুরে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার - চলচ্চিত্রের
টলিউডের 'চিরদিনই তুমি যে আমার' চলচ্চিত্রের হাত ধরে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। 'বিবাহ অভিযান', 'ব্যোমকেশ'-সহ বহু জনপ্রিয় বাংলা ছবির নায়িকা সিনেপ্রেমীদের মন জয় করে নিয়েছেন। শনিবার দুর্গাপুরে একটি মোবাইল কোম্পানির নতুন দু'টি মডেলের উদ্বোধনে বেনাচিতি বাজারে উপস্থিত হয়েছিলেন প্রিয়াঙ্কা। দু'টি মডেলের মোবাইল ফোন উদ্বোধন করার পর ইটিভি ভারতের মুখোমুখি হয়ে প্রিয়াঙ্কা সরকার জানান, ভবিষ্যৎ-এ অভিনয় জীবনে বহু পরিকল্পনা রয়েছে তাঁর। কিন্তু মানুষের সঙ্গে কখন কী হয় তা কেউ বলতে জানেন না। আগামীকালে কী হবে তাও জানা নেই ৷ তিনি জানিয়েছেন, বাংলা চলচ্চিত্রে সবচেয়ে ভালো দিক হচ্ছে, ছবির প্রতি আকর্ষণ বাড়ছে সিনে প্রেমীদের। মানুষ আবার বাংলা সিনেমা দেখতে ভিড় জমাচ্ছেন। পাল্লা দিয়ে ভালো ভালো বাংলা ছবি তৈরি হচ্ছে। প্রিয়াঙ্কা সরকারের কথায় যে বা যাঁরা এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে কাজ করছে তাঁরা সবাই দুর্দান্ত অভিনয় করছেন। ওয়েব সিরিজ দেখছে বাংলার মানুষ। নতুন জেনারেশনের কাছে বাংলার ওয়েব সিরিজগুলি জনপ্রিয় হচ্ছে। প্রিয়াঙ্কা সরকারের দাবি, বাংলায় আরও ভালো ভালো কাজ হবে আগামী দিনে।