Titiksha Das: দেবী দশমহাবিদ্যায় কোন চরিত্রে অভিনেত্রী তিতিক্ষা দাস - Devi Dashmahabidya
মহালয়ার কাকভোরে দেবীর নানা রূপে নানা নামে আগমন হতে চলেছে বাংলা টেলিভিশনে । একটি চ্যানেলে এবার দেবীর দশ রূপ নিয়ে আসছে দেবী দশমহাবিদ্যা। এই দেবী দশমহাবিদ্যার গাথায় সিংহবাহিনী মহিষাসুরমর্দ্দিনীর ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে ৷ মহালয়ায় প্রতিবারের মতো এবারও দেবী রূপে নানা লীলায় মেতে উঠবেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রীরা। ঠিক কেমন চরিত্রে তিতিক্ষা দাস (Titiksha Das)? জানালেন নিজেই (Titiksha Das on Devi Dashmahabidya)।
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST