Priyanka visits Siddhivinayak: সিদ্ধি বিনায়কের দর্শনে প্রিয়াঙ্কা, ছবি পোস্ট ঘিরে শুরু বিতর্ক - সিদ্ধি বিনায়কের দর্শনে প্রিয়াঙ্কা
কয়েকদিন আগেই মেয়ে এবং স্বামী নিক জোনাসকে নিয়ে দেশে ফিরেছেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ এবার বৃহস্পতিবার মুম্বইয়ে সিদ্ধি বিনায়ক মন্দিরে হাজির হলেন ৷ সেই ছবি নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি ৷ সামনে এসেছে কন্যাকে কোলে নিয়ে তাঁর পুজো দেওয়ার ভিডিয়োও ৷ যদিও তিনি যেভাবে সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন তা নিয়ে মন্দির কমিটির উপর রেগে গিয়েছেন কেউ কেউ ৷ তাঁদের দাবি একটাই, প্রিয়াঙ্কাকে মন্দিরের ভিতরে ছবি তুলতে কেন অনুমতি দিল মন্দির কর্তৃপক্ষ ৷ কেউ লিখেছেন, "ওঁরা আমাদের ছবি তুলতে দেন না ৷ তাহলে প্রিয়াঙ্কা কী করে ছবি তুলে পোস্ট করলেন?" কারও আবার বক্তব্য, "বাপ্পার আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকুক ৷ কিন্তু সাধারণ মানুষ কেন এভাবে শান্তিতে দর্শন করতে পারবেন না ?" কেউ কেউ আবার পাশে দাঁড়িয়েছেন পিগি চপসের ৷ তিনি যেভাবে মেয়েকে ভারতীয় সংস্কৃতির সঙ্গে একাত্ম করতে চাইছেন তা দেখে খুশি অনেকেই ৷