Ekta Diwali Party: একতা কাপুরের দিওয়ালিতে পার্টিতে গ্ল্যামার ও ফ্যাশনের ঝলকানি, দেখুন ভিডিয়ো - একতা কাপুর
Published : Nov 11, 2023, 1:04 PM IST
দিওয়ালিতে পার্টিতে মেতেছেন সিনে তারকারা ৷ মণীশ মলহোত্রার দিওয়ালি পার্টিতে দেখা গিয়েছিল বলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীদের ৷ এবার প্রযোজক-পরিচালক একতা কাপুরের বাড়িতে শুক্রবার ছিল দিওয়ালি পার্টি ৷ অতিথি তালিকায় শুধুমাত্র ছোটপর্দার অভিনেতা-অভিনেত্রী নন, উপস্থিত ছিলেন বিটাউনের প্রথম সারির তারকারাও ৷ আইভরি রঙের চিকনকারি ও সিক্যুইন লেহঙ্গায় উপস্থিত হন একতা কাপুরের প্রিয় নাগিন তথা মৌনি রয় ৷ পার্টিতে দেখা যায়, শিল্পা শেট্টি ও সমিতা শেট্টিকেও ৷ ট্রাডিশনাল অথচ ফ্যাশনেবল লুকে লেন্সবন্দি হন দুই বোন ৷ বার্বি হট পিঙ্ক শেডে ধরা দেন অভিনেত্রী ভূমি পেদনেকর ৷
পাশাপাশি, গুজরাতি স্টাইলে স্লিললেস ব্লাউজে গোলাপি রঙের শাড়িতে নজর কাড়েন ভূমি ৷ ব্রালেট শাড়ি লুকে ধরা দেন অভিনেত্রী দিশা পাটানি ৷ এছাড়াও পার্টিতে দেখা গিয়েছে, শানায়া কাপুর, আদিত্য রয় কাপুর, অন্যন্যা পাণ্ডে, কৃতি শ্যানন, কাজ কুন্দ্রা, তেজস্বী প্রকাশ, করণ কুন্দ্রা, রিচা চাড্ডা, আলি ফজল, বিদ্যা বালান, ধীরজ কাপুর, মধুরা নায়েক, করণ পাটেল, অনিতা-সহ আরও অনেক তারকাদের ৷ গ্ল্যামার ও ফ্যাশনের ঝলকানিতে এদিনের দিওয়ালির রাত হয়ে উঠেছিল আরও আলোকজ্জ্বল ৷