Bengali Play Girgiti : মুখ্যমন্ত্রীকে অনুপ্রেরণা করে বাংলা নাটকে নির্মিত হচ্ছে চরিত্র, কী বলছেন অভিনেত্রী? - মুখ্যমন্ত্রীর চরিত্রে স্বপ্না চক্রবর্তী
নাটক, ছবি তথা সাহিত্য হল সমাজের দর্পণ ৷ সমাজের বিভিন্ন দিকের কাহিনি উঠে আসে নাটকে, সিনেমায় ৷ আর বাংলা নাটকে এবার এক মহিলা মুখ্যমন্ত্রীর ছায়া দেখতে চলেছেন দর্শক । সেই মুখ্যমন্ত্রী যে আমাদের রাজ্যেরই তেমনটা একেবারেই নয় । এই মুখ্যমন্ত্রী অন্য যে কোনও রাজ্যেরই হতে পারেন । তবে, মুখ্যমন্ত্রীর চরিত্রের সাজপোশাক, আদব কায়দার সঙ্গে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর বিস্তর মিল । তাঁর পরনেও রয়েছে সাদা শাড়ি ৷ চোখে রয়েছে চশমা ৷ আর হাতে দামি ঘড়ি ৷ রিহার্সালের কিছু ক্লিপিংস দেখেই বোঝা যায় এই নাটকটি হতে চলেছে ব্যাঙ্গাত্মক ৷
এই নাটকে মুখ্যমন্ত্রীকে অনেকক্ষেত্রেই পিসি বলেও সম্বোধন করা হচ্ছে । তাঁর রাজনৈতিক ক্রিয়াকলাপ, দলীয় সদস্যদের প্রতি মনোভাব, শাসন প্রক্রিয়া-সবই মঞ্চে 'গিরগিটি' নাটকের মাধ্যমে তুলে ধরতে চলেছেন নির্দেশক দেবদাস ঘোষ । এই নাটক ঘিরে উৎসাহও যথেষ্ট ৷ নাটকে মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী স্বপ্না চক্রবর্তী । ইটিভি ভারতকে এই চরিত্রে অভিনয় নিয়ে নিজের অনুভূতি জানালেন তিনি । জানালেন তাঁর প্রস্তুতি এবং নাটকের পিছনের নানান গল্প ৷