পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Sujan Chakraborty: 'মহিলা ঠিকই করেছেন', পার্থকে জুতো মারার ঘটনায় প্রতিক্রিয়া সুজনের - Sujan Chakraborty

By

Published : Aug 2, 2022, 7:40 PM IST

Updated : Feb 3, 2023, 8:25 PM IST

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে জুতো ছোড়ার ঘটনায় শুভ্রা ঘোড়ুই-কে সমর্থন জানালেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty backs the woman who hurls shoe to Partha Chatterjee) । একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে বলেন, "ক্ষমতা থাকলে ওই মহিলাকে গ্রেফতার করে দেখান ।" সুজনের আরও দাবি, "শুভ্রা ঘোড়ুই যে কাজটি করেছেন তা সঙ্গত । এটা মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া । রাজ্যের হাজার হাজার যুবক-যুবতী সাধারণ মানুষের ক্ষোভের এভাবেই বহিঃপ্রকাশ ঘটছে । আগামীতে শুধু পার্থ চট্টোপাধ্যায় নন, তৃণমূলের যত নেতা-মন্ত্রী আছেন সাধারণ মানুষ এভাবে জুতোপেটা করবেন । নবান্নের 14 তলা ছাড় পাবে না । সুপ্রিমকে বলুন যদি হিম্মত থাকে ওই মহিলাকে গ্রেফতার করতে ।"
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details