পশ্চিমবঙ্গ

west bengal

মুখোমুখি শুভ্রজিৎ মিত্র

ETV Bharat / videos

Subhrajit Mitra: পুজোয় প্রেম থেকে 'দেবী চৌধুরানী'র প্রস্তুতি, আড্ডায় শুভ্রজিৎ মিত্র - দেবী চৌধুরানী

By ETV Bharat Bangla Team

Published : Oct 16, 2023, 8:46 PM IST

Updated : Oct 16, 2023, 8:55 PM IST

জোরকদমে প্রস্তুতি চলছে 'দেবী চৌধুরানী' ছবি নিয়ে। নভেম্বরেই শুরু হবে ছবির শুটিং। তাই ব্যস্ততা এখন তুঙ্গে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক শুভ্রজিৎ মিত্রের। এর ফাঁকেই ইটিভি ভারতের সঙ্গে পুজোর আড্ডায় মেতে উঠলেন তিনি। জানালেন দুর্গাপুজো নিজে অনুভূতির কথা। উত্তর কলকাতার বউবাজারের ছেলে শুভ্রজিৎ। ভাসলেন বন্ধুদের সঙ্গে চুটিয়ে ঠাকুর দেখার নস্ট্যালজিয়ায়। জানালেন, বন্ধুদের সঙ্গে উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা চুটিয়ে ঠাকুর দেখেন ও মজা করেন ৷ সঙ্গে থাকত সিনেমা দেখা আর দেদার খাওয়াদাওয়া ৷ এখন সেই সব কিছু নেই ৷ কিন্তু যা স্মৃতি রয়েছে তা জীবনের সেরা স্মৃতি বলে জানান পরিচালক ৷ এখানেই শেষ নয়, পুজোর পাঁচদিনে পাঁচটি প্রেমের অভিজ্ঞতাও রয়েছে তাঁর। এহেন শুভ্রজিৎ মিত্রর আসন্ন ছবি 'দেবী চৌধুরানী'র নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কেন তাঁকেই এই ছবির নায়িকা করলেন তিনি? এই প্রশ্নের জবাবও দিলেন পরিচালক । 'অভিযাত্রিক' ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন পরিচালক। সেই মুহূর্তের ছবি তো রয়েছে, দেশ-বিদেশ থেকে নানা ধরনের অ্যান্টিক জিনিস সংগ্রহ করে এনেছেন তিনি নিজের টালিগঞ্জের বহুতল ফ্ল্যাটে। সেগুলিকে যত্ন সহকারে নিজের হাতেই সাজিয়েছেন পরিচালক। 

Last Updated : Oct 16, 2023, 8:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details