পশ্চিমবঙ্গ

west bengal

মুখোমুখি পৌষালী বন্দ্যোপাধ্যায়

ETV Bharat / videos

Pousali Banerjee: হারানো মাটির লোকগান থেকে অরিজিৎ সিংয়ের সঙ্গে মোলাকাত, ইটিভি ভারতে আনকাট পৌষালী - বাংলার লোকগান

By

Published : Jun 19, 2023, 8:13 PM IST

বাংলার লোকগানে এই মুহূর্তে পৌষালী বন্দ্যোপাধ্যায় এক উজ্জ্বল নাম। একইসঙ্গে শ্রীকৃষ্ণ কীর্তনও তাঁর কণ্ঠে সমান মধুর। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রসঙ্গীতে স্নাতকোত্তর পৌষালী। বাংলা লোকগানের প্রতি তাঁর অমোঘ টান। আর সেই টান থেকেই এবার তাঁর নতুন নিবেদন 'হারানো মাটির টানে'। বাংলার লোকগানে যে মাধুর্য, যে মহিমা রয়েছে তা তিনি আরও একবার তুলে ধরতে চান শ্রোতার দরবারে। ঠিক সেই কারণেই নিয়ে এলেন 'হারানো মাটির টানে'। শিল্পীর এই নয়া সফর শুরু হযেছে 'মনসামঙ্গল' কাব্যের রয়ানি গান দিয়ে। আসবে এরকমই আরও বহু লোকগান। যা মানুষের রোজকার জীবনযাত্রার সঙ্গে সম্পর্কযুক্ত। এহেন পৌষালী সম্প্রতি দেখা করেন অরিজিৎ সিংয়ের সঙ্গে। অরিজিৎ সিং-এর ভক্ত নন, এমন মানুষ পাওয়া বেশ কঠিন বিষয়। ফলে ব্যতিক্রম নন পৌষালীও। অরিজিৎ সিং-এর গানের ভক্ত তিনি প্রথম থেকেই। চেয়েছিলেন একবার মাত্র প্রিয় গায়কের সঙ্গে দেখা করতে। সেই ক্ষণও আসে একদিন ৷ জানা গিয়েছে, তাঁর সঙ্গে নতুন প্রজেক্ট আসতে চলেছে গায়িকার। তেমনই জানিয়েছেন পৌষালী। তবে, বিস্তারিত জানতে হলে একটু অপেক্ষা করতেই হবে বলে জানিয়েছেন শিল্পী ৷ যদিও স্বপ্নের মানুষকে চাক্ষুষ করার অভিজ্ঞতা কেমন ছিল, সেই স্মৃতিও ভাগ করে নিয়েছেন ইটিভি ভারতের প্রতিনিধির সঙ্গে। 

ABOUT THE AUTHOR

...view details