Sourav-Ditipriya on Rajneeti: 'রাজনীতি'র ময়দানে সৌরভ-সঙ্গী দিতিপ্রিয়া, পারবেন কি মানুষের মন জয় করতে ? - Ditipriya Roy
ছোটপর্দা থেকে বড়পর্দা, আবার ওয়েব সিরিজেও জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় ৷ 'করুণাময়ী রানি রাসমণি' ধারাবাহিক থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের 'আয় খুকু আয়' বা 'ডাকঘর' ওয়েব সিরিজ, সবেতেই নিজের সাবলীল অভিনয় সত্ত্বাকে ফুটিয়ে তুলেছিলেন দিতিপ্রিয়া ৷ এবার তিনি রাজনীতির শিকার ৷ দিতিপ্রিয়াকে দেখা গিয়েছে নতুন ওয়েব সিরিজ 'রাজনীতি' তে। সৌরভ চক্রবর্তী পরিচালিত এই সিরিজের মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া। তাঁর চরিত্রের নাম রাশি। দিতিপ্রিয়ার বাবার চরিত্রে অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। মায়ের চরিত্রে কনীনিকা বন্দ্যোপাধ্যায়। দিতিপ্রিয়ার প্রেমিকের চরিত্রে রয়েছেন অর্জুন চক্রবর্তী। একটা দুর্ঘটনা কী ভাবে বদলে দেয় চেনা-অচেনা সম্পর্কগুলোকে, সেটাই দেখানো হয়েছে এই সিরিজে। বন্দ্যোপাধ্যায় পরিবারের মধ্যেই শুরু হয় এক অদ্ভুত রাজনীতি। ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে দিতিপ্রিয়া বলেন, "আমরা কেউ রাজনীতির বাইরে নই। সবথেকে বড় রাজনীতিটা হয় মানুষের মনের মধ্যে।"সৌরভ বলেন, "কোনও দলীয় ভাবধারার বশবর্তী হয়ে এই ওয়েব সিরিজ তৈরি করিনি। আমরা কেউ রাজনীতির বাইরে নই। তবে আমাদের সিরিজ 'রাজনীতি' একেবারে স্বতন্ত্র একটি গল্প।" শুটিংয়ের আরও মজাদার নানান অভিজ্ঞতা ইটিভি ভারতের প্রতিনিধির সঙ্গে শেয়ার করেছেন সৌরভ ও দিতিপ্রিয়া ৷