Raktabeej Song: 'রক্তবীজ'-এর আইটেম নাচে কলেজ ফেস্ট মাতালেন অঙ্কুশ, গান শোনালেন সুরজিৎ - অঙ্কুশ হাজরা
Published : Sep 9, 2023, 10:59 PM IST
ফেসবুক খুললেই দিনকয়েক ধরে একটাই ছবি ঘুরছে। 'দাঁত মাজবেন? দাঁত মেজেছেন? মাজবেন কী? কত রকমের মাজন? ভাঙা দাঁত, পোকা দাঁত, সোনার দাঁত এরকম আরও কত কী! অবশেষে শনিবার সকালে সেই রহস্য থেকে পর্দা উঠেছে ৷ এসে গিয়েছে 'রক্তবীজ' ছবির আইটেম গান- 'কেন গোবিন্দ দাঁত মাজে না"। গানটি গেয়েছেন সুরজিৎ। সেই গানের সঙ্গে নেচেছেন অঙ্কুশ হাজরা। শুধু অনলাইনেই এই আইটেম গান আসেনি। সিটি কলেজের ফেস্ট-এ এই নাচ পারফর্ম করে সকলের মন কেড়ে নেন অভিনেতা অঙ্কুশ হাজরা। তিনি মঞ্চে নাচলেন 'গোবিন্দ দাঁত মাজে না' গানের সঙ্গে। তাঁর নাচের আগে গানটি গেয়ে শোনালেন সুরজিত চট্টোপাধ্যায়। সুরজিত গাইলেন তাঁর বিখ্যাত 'ভ্রমর' এবং 'রঙ্গবতী' গান দুটিও। হাজির ছিলেন 'রক্তবীজ'-এর অন্যতম অভিনেতা আবির চট্টোপাধ্যায়, পরিচালক- প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়, চিত্রনাট্যকার জিনিয়া সেন। ফ্ল্যাশ ব্যাকে দেখানো হয় উইন্ডোজের 2011 সাল থেকে 2022 অবধি সব ছবির হিট গান। কলেজের ছাত্রছাত্রীদের মন জিতে নেন অঙ্কুশ, সুরজিত-সহ অন্যান্যরাও। সামাজিক মাধ্যমেও এই গান মুক্তির পর ভাইরাল ৷ অঙ্কুশ হাজরাকে কমেডি আইটেম গানে দেখে মজেছেন অনুরাগীরা ৷