পশ্চিমবঙ্গ

west bengal

পাঠানের বিরুদ্ধে বয়কট স্লোগান নিয়ে মুখ খুললেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ

ETV Bharat / videos

Siddharth Anand on Pathaan Boycott: 'বয়কট দলের সব অ্যাজেন্ডা ভেস্তে দিয়েছে পাঠান', বললেন সিদ্ধার্থ

By

Published : Feb 4, 2023, 9:00 PM IST

Updated : Feb 6, 2023, 4:07 PM IST

'পাঠান' ছবির প্রথম গান 'বেশরম রং' মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই গান নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছিল ৷ কারও মতে, হিন্দু ধর্মের ভাবনাকে আঘাত করেছে এই গান ৷ আবার  কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন গেরুয়া রঙের পোশাক নিয়ে ৷ কেউ আবার সরব হয়েছিলেন দীপিকার তথাকথিত 'আপত্তিকর' নাচ নিয়ে ৷ এমনকী এই ঘটনায় মুখ খুলেছিলেন মধ্য়প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রও ৷ শাহরুখের এই কামব্যাক ছবিকে 'বয়কট' করার ডাকও দেওয়া হয়েছিল ৷ কিন্তু ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে বিপুল সাফল্য পেয়েছে ৷ ইতিমধ্য়েই 700 কোটির কাছাকাছি আয় করে ফেলেছে এসআরকে দীপিকা এবং জন জুটির এই অ্যাকশন এন্টারটেইনার ৷ এবার এই নিয়ে মুখ খুললেন পরিচালক সিদ্ধার্থ আনন্দও (Siddharth Anand on pathaan controversy )৷  

তিনি স্পষ্টতই জানান, তিনি শুরু থেকেই জানতেন,এই ছবিতে আপত্তিকর কিছুই নেই ৷ দর্শকরা প্রথমে তা বোঝেনি ৷ পরে, যখন ছবিটি মুক্তি পায় দর্শকরাই এই ছবিকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে ৷ আর বয়কট গ্যাংয়ের সমস্ত অ্যাজেন্ডা ব্যর্থ করে দিয়েছে ৷ যারা এই ছবিকে বয়কট করতে চেয়েছিলেন তাঁদেরও এসে ছবিটি দেখার অনুরোধ জানিয়েছেন সিদ্ধার্থ ৷ 

Last Updated : Feb 6, 2023, 4:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details