Ganesh Chaturthi 2023: 'লালবাগচা রাজা'-র গণেশ পুজোয় হাজির শিল্পা শেট্টি থেকে মুকেশ আম্বানি, দেখুন ভিডিয়ো - গণেশ পুজো
Published : Sep 23, 2023, 8:18 AM IST
|Updated : Sep 23, 2023, 8:56 AM IST
চলতি সপ্তাহের শুরু থেকেই গণেশ পুজোয় মেতে উঠেছে মায়ানগরী। বলিউডের তারকাদের ঘরে ঘরে আবাহন গণপতি বাপ্পার। সিদ্ধিলাভের আশায় গণেশের আরাধনায় মেতেছেন সকলে। শুধু ভক্তিভরে পুজোই নয়, সবাই মিলে এমন একটি উৎসব উদযাপনের সুযোগও ছাড়তে নারাজ বলিউডের তারকারা। প্রতিবারের মতো এবারও মুম্বইয়ের সবচেয়ে বিখ্যাত 'লালবাগচা রাজা'-র গণেশের আর্শীবাদ নিতে গিয়েছেন তারকারা ৷ শুক্রবার রাতে 'লালবাগচা রাজা'-র গণেশ পুজোয় হাজির হলেন শিল্পা শেট্টি ৷ সঙ্গে ছিলেন তাঁর মাও ৷ মাথায় গাজরা আর পরনে শাড়ি একেবারে ট্র্যাডিশনাল লুকে এসেছিলেন ফিটনেস কুইন শিল্পা ৷ সেখানে তাঁর হাতে তুলে দেওয়া হয় পুজোর প্রসাদের মিষ্টি ও নারকেল ৷
অন্যদিকে, ধনকুবের শিল্পপতি মুকেশ আম্বানি ও নীতা আম্বানি তাঁর ছেলে-মেয়েদের নিয়েও 'লালবাগচা রাজা'-র গণেশ পুজো দেন ৷ আরতিতেও অংশ নিয়েছিলেন তাঁরা ৷ মঙ্গলবার অ্যান্টিলায় নিজের বাসভবনে গণেশ চতুর্থীতে গণেশ পুজোর বড় আয়োজন করেছিলেন আম্বানি। মুকেশ আম্বানির বাড়ির গণেশ পুজোয় হাজির ছিল বলিউড। এর আগে 'লালবাগচা রাজা'-র গণেশে পুজোয় এসেছিলেন শাহরুখ খান, সচিন তেন্ডুলকর, ভিকি কৌশল থেকে থেকে শুরু করে আরও সেলেবরা।