SRK Visits Lalbaugcha Raja: গণপতি উৎসবে মেতেছেন শাহরুখ, লালবাগচা রাজার মণ্ডপে বাদশার সঙ্গী ছেলে আব্রাম - শাহরুখ খান
Published : Sep 21, 2023, 6:19 PM IST
|Updated : Sep 21, 2023, 9:00 PM IST
ছেলে আব্রাম খানকে সঙ্গে নিয়ে গণপতির আশীর্বাদ দিতে লালবাগচা রাজার মণ্ডপে হাজির হলেন শাহরুখ খান ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় ছেলে ও ম্যানেজার পূজাকে নিয়ে এদিন তিনি পৌঁছে যান মুম্বইয়ের বিখ্যাত লালবাগচা রাজা গণেশ দর্শনে ৷ সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটান কিং খান ৷ এইদিন বাদশার পরনে ছিল সাদা টি-শার্ট ও ডেনিমের জিনস ৷ চোখে ছিল রোদচশমা৷ নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে শাহরুখ, ছোটছেলে আব্রাম ও পূজা পৌঁছন গণেশজির কাছে ৷ সেখানে তাঁর হাতে তুলে দেওয়া হয় পুজোর প্রসাদ হিসাবে মিষ্টি ও নারকেল ৷ মুম্বইয়ে অনান্য বিখ্যাত গণেশ পুজোর মধ্যে লালবাগচা রাজা একটি ৷ পুজোর এই দশ দিন বিভিন্ন তারকারা বাপ্পার আশীর্বাদ নিতে পৌঁছে যান এই মণ্ডপে ৷ পাশাপাশি, অনুরাগীদের সঙ্গেও সাক্ষাৎ করেন, ছবি তোলেন তারকারা ৷ বিগত চার বছর কেরিয়ারের খরা কাটিয়ে বক্সঅফিস মাতিয়ে দিয়েছেন বাদশা ৷ চলতি বছর উপহার দিয়েছেন দুটো মেগা হিট ছবি ৷ পাঠান ও জওয়ান ৷ সিদ্ধার্থ আনন্দ ও অ্যাটলির সঙ্গে তৈরি তাঁর এই দুটি ছবি বক্সঅফিসে একাধিক রেকর্ড ভেঙে দিয়েছ ৷ তার মধ্যে জওয়ান-এর বিজয় রথ এখনও চলছে ৷ আগামিদিনে মুক্তির অপেক্ষায় রয়েছে রাজকুমার হিরানির ডাঙ্কি ৷ সেই ছবি বাপ্পার আশীর্বাদে কেমন ভালোবাসা পায়, তা সময়ই বলবে ৷