Arpita Khan Diwali Party: ভাইজানের বোন অর্পিতার দিওয়ালি পার্টিতে সস্ত্রীক শাহরুখ, হাজির একাধিক তারকা - দিওয়ালি
Published : Nov 13, 2023, 1:18 PM IST
|Updated : Nov 13, 2023, 3:04 PM IST
দিওয়ালিতে সলমন খানের বোন অর্পিতা খানের বাড়িতে বসেছিল জমজমাট আসর ৷ আলোর উৎসবে বিশেষ পার্টির আয়োজন করেছিলেন ভাইজানের বোন অর্পিতা ও আয়ুশ শর্মা ৷ এই দিনের পার্টিতে বসেছিল তারকাদের হাট ৷ সব তারাদের মাঝে সবচেয়ে উজ্জ্বল উপস্থিতি ছিল দুই খানের, শাহরুখ এবং সলমন। দিওয়ালি উদযাপনে একসঙ্গে শামিল হয়ে বলিউডের দুই তারকা বুঝিয়ে দিলেন তাঁদের গভীর বন্ধুত্বের সম্পর্ক। এছাড়াও পার্টিতে দেখা যায় গৌরী খান, জ্যাগি বাগনানির সঙ্গে রকুল প্রীত সিংকে, সস্ত্রীক অ্যাটলি কুমার, হুমা কুরেশি, শিল্পা শেট্টি, রাজ কুন্দ্রা, কবীর খান, চাঙ্কি পাণ্ডে-সহ একাধিক তারকাদের ৷ এছাড়াও আনন্দ উৎসবে দেখা যায় বাবা সিদ্দিকি, সঞ্জিতা বিজলানি, রণদীপ হুডা, শমিতা শেট্টিকেও ৷ এদিনের হোস্ট অর্পিতাকে দেখা গিয়েছে কালো রঙের চুড়িদারে, সঙ্গে সোনালি জড়ির কাজ ৷ অন্যদিকে আয়ুশকে কালো শার্ট, নীল ব্লেজার এবং প্যান্টে দেখা যায় ৷ এদিনই মুক্তি পেয়েছে মণীশ শর্মা পরিচালিত টাইগার 3 ৷ প্রথম দিনেই এই ছবি ভালো ব্যবসা করেছে ৷ সেটাও আনন্দের একটা বড় কারণ খান পরিবারে ৷ সব মিলিয়ে, ভাইজানের দারুণ কেটেছে এবারের দিওয়ালি ৷