Bengali New Year Celebration: ধারাবাহিকের সেটে জমকালো নববর্ষ উদযাপন, হাজির ইটিভি ভারত - ধারাবাহিকের শুটিং সেটে জমকালো নববর্ষ উদযাপন
বাঙালির বারো মাসে তেরো পার্বণ শুরুই হয় নববর্ষ দিয়ে । বাঙালির ঘরে ঘরে নববর্ষ যেমন উদযাপন হয় তেমনি তা ধরা পড়ে টেলিভিশনের পর্দাতেও । ধারাবাহিক 'হরগৌরি পাইস হোটেলে'র শুটিং সেটও সেজে উঠেছে বাংলা বর্ষবরণের সাজে ।নাচ, গান, আড্ডায় মেতে উঠেছেন সকলে । বলা চলে একেবারে বাঙালিয়ানায় সেজে উঠেছে শুটিং ফ্লোর । সেট সাজাতে ব্যবহার করা হয়েছে লাল পাড় সাদা শাড়ি, পাখা, ঝুড়ি, আলো । 'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিকে দু'দিন ধরে চলবে এক ঘণ্টার মহাপর্ব । মহাপর্বে গানের ডালি নিয়ে হাজির সঙ্গীত শিল্পীরাও । থাকছেন শোভন গঙ্গোপাধ্যায় ও লগ্নজিতা চক্রবর্তী । 'গোধূলি আলাপ' ধারাবাহিকের নোলক অর্থাৎ সোমু সরকারও উপস্থিত ছিলেন নববর্ষের আনন্দ ভাগ করে নিতে । রাহুল মজুমদার, শুভস্মিতা মুখোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায়, অরুনাভ দে, মিঠু চক্রবর্তী, অনিন্দ্য সরকার সকলেই সেজেগুজে হাজির আনন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে । একদিকে লগ্নজিতা গান করছেন অন্যদিকে ধারাবাহিকের অন্যতম চরিত্র শুভস্মিতা নাচ করছেন । আশা করা হচ্ছে, দু'দিনের মহাপর্ব চুটিয়ে উপভোগ করবেন দর্শকরাও । সব মিলিয়ে, নববর্ষের আগেই বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে আনন্দ উচ্ছাসে ভাসলেন 'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিকের সদস্যরা । কেমন ছিল শুটিং পর্ব, ঘুরে দেখল ইটিভি ভারত ।