সম্পন্ন সৌরভ-দর্শনার বিবাহ অভিযান, ভালোবাসার শহরে মন্টু পাইলটের কাহানি ঠিক যেন লাভ স্টোরি; দেখুন ভিডিয়ো - সৌরভ গঙ্গোপাধ্যায়
Published : Dec 16, 2023, 11:04 AM IST
|Updated : Dec 16, 2023, 2:59 PM IST
Saurav-Darshana Wedding: নবদম্পতি সৌরভ দাস ও দর্শনা বণিক শুক্রবার পা রাখলেন নতুন জীবনে ৷ সকলেই মুখিয়ে ছিলেন সৌরভ-দর্শনার বিয়ের বিশেষ মুহূর্তের জন্য। বাইপাসের ধারে অর্কিড হাউসে বসেছিল জমজমাট বিয়ের আসর ৷ আইবুড়ো ভাত, অধিবাস থেকে শুরু করে গায়ে হলুদ, সৌরভ-দর্শনার নানা ভিডিয়ো ও ছবি ভাইরাল হয়েছে নেটপাড়ায় ৷
অনুরাগীরাও অপেক্ষায় ছিলেন তারকাদের বিয়ের সাজ দেখাতে ৷ সন্ধ্যা নামতেই বাঙালিআনায় ভরপুর সৌরভ-দর্শনার বিয়ের সাজ দেখে মন ভরে যায় সকলের। হুড খোলা জিপে করে বর সৌরভ আসেন বিয়ে করতে ৷ আতসবাজি ফাটিয়ে বর আসেন মণ্ডপে ৷ লাল রঙের বেনারসি শাড়িতে দর্শনাকে যেমন অপূর্ব দেখাচ্ছে তেমনই সৌরভও যেন বাঙালিবাবু। মালাবদলের সময় বেজে ওঠে 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' ছবির গান।
খই পোড়ানো থেকে সিঁদুর দান, কখনও লাজুক হাসি আবার কখনও দুষ্টুমি ধরা পড়েছে দর্শনার চোখে-মুখে ৷ আলো ঝলমলে সন্ধ্যায় টলিউড ইন্ডাস্ট্রির একাধিক তারকা উপস্থিত ছিলেন বিয়ের অনুষ্ঠানে ৷ নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ আরও অনেক বিশিষ্টরা ৷ ভালোবাসার মানুষকে সারাজীবনের জন্য একে অপরের করে নিলেন সৌরভ-দর্শনা৷