পশ্চিমবঙ্গ

west bengal

ইস্টবেঙ্গল শিবিরে সলমনের অপেক্ষায় মঞ্চ

ETV Bharat / videos

East Bengal Salman Khan Show: কলকাতায় ভাইজান, তারকার অপেক্ষায় ইস্টবেঙ্গলের মঞ্চ - Salman Khan in Kolkata

By

Published : May 13, 2023, 9:30 AM IST

Updated : May 13, 2023, 10:30 AM IST

টিকিটের দাম আকাশছোঁয়া হলেও নামটা যে সলমন খান। তাঁকে দেখার জন্য শহর এখন সেকেন্ড গুনছে। টিকিট সংখ্যাও এসে ঠেকেছে তলানিতে। শুক্রবার রাতেই কল্লোলিনী কলকাতায় পা রেখেছেন বলিউড তারকা সলমন খান। শনিবার ইস্টবেঙ্গলের মাঠে তাঁর অপেক্ষায় অগণিত অনুরাগী। মিশন 'দাবাং, দ্য ট্যুর-রিলোডেড'। মঞ্চ বাঁধা থেকে শুরু করে দর্শকাসন, সবই প্রস্তুত। 

সল্লু ভাইয়ের সঙ্গে এক মঞ্চে হাজির থাকবেন সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা, গুরু রানধাওয়া, আয়ুষ শর্মা, কামাল খান, পূজা হেগড়ে। শুক্রবার সুসজ্জিত মঞ্চে চলছিল স্টেজ রিহার্সাল। শ্বেতাঙ্গী রমণীরাও এদিন সল্লু ভাইজানের জনপ্রিয় সব ছবির গানের তালে ঝালিয়ে নিচ্ছিলেন নিজেদের। আর মাত্র কয়েকঘণ্টা। তারপরেই সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে মঞ্চে হাজির হবেন ভাইজান।

সঙ্গে নিয়ে তাঁর দাবাং টিম। বহু বছর পর আবার কলকাতায় এসেছেন ভাইজান সলমান খান । 2009 সালের পর আবার 2023। এক যুগেরও বেশি সময় পর আবার কলকাতায় সলমান। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তাঁর। নায়ককে দেখতে প্রায় 16 হাজার ভক্ত ও অনুরাগীর ভিড় হতে পারে বলে অনুমান করছে পুলিশ। তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও করে রাখা হয়েছে। 

Last Updated : May 13, 2023, 10:30 AM IST

ABOUT THE AUTHOR

...view details