পশ্চিমবঙ্গ

west bengal

ইটিভি ভারতের কাছে মুখ খুললেন নতুন তোপসে ঋতব্রত

ETV Bharat / videos

Rwitobroto Mukherjee: আড্ডায় ফেলুদার নতুন তোপসে, শুনে নিন ঋতব্রত-কথা - আড্ডায় ফেলুদার নতুন তোপসে ঋতব্রত

By

Published : May 4, 2023, 9:57 PM IST

অরিন্দম শীলের ফেলু মিত্তিরকে নিয়ে বানানো প্রথম ওয়েব সিরিজে তোপসের চরিত্রে দেখা যাবে ঋতব্রত মুখোপাধ্যায়কে । এই চরিত্রে বহুবার বহু অভিনেতাকে পেয়েছে দর্শক। কখনও শাশ্বত চট্টোপাধ্যায়, কখনও পরমব্রত চট্টোপাধ্যায়, তো কখনও সাহেব ভট্টাচার্যকে । আবার পরমব্রত চট্টোপাধ্যায় তাঁর বানানো ফেলুদা সিরিজে তোপসে হিসেবে নিয়েছিলেন ঋদ্ধি সেনকে । সন্দীপ রায় সম্প্রতি তাঁর 'হত্যাপুরী' ছবিতে তোপসে হিসেবে নিয়েছেন আয়ুশ দাসকে । তাই তোপসে চরিত্ররা বারবারই বদলায় ৷ আর এবার অরিন্দম শীল তাঁর 'গ্যাংটকে গণ্ডগোল' অবলম্বনে তৈরি আসন্ন সিরিজ 'সাবাশ ফেলুদা'তে তোপসে হিসেবে নিলেন ঋতব্রতকে । স্বাভাবিকভাবেই এত অভিনেতারা এই চরিত্রে কাজ করায় তুল্যমূল্য আলোচনা শুরু হয়ে যায়ই ৷ ঋতব্রতকে নিয়েও আলোচনা কম হয়নি ৷ তাঁকে তোপসে হিসেবে পছন্দ হয়নি অনেকেরই । অনেকেই শুরু করেছেন ট্রলিং । অনেকেই সত্যজিৎ রায়ের ফেলুদার সঙ্গে অনেক অমিল খুঁজে পেয়েছেন পরমের ৷ তাঁরা অনেকে ট্রল করেছেন তাঁকেও ৷ এর আগেই পর্দার ফেলুদা তাঁর মতামত জানিয়েছে ইটিভি ভারতের কাছে ৷ আর এবার একান্ত আড্ডায় ফেলুদাকে ঘিরে আবেগ প্রকাশের পাশাপাশি ট্রলারদের নিয়েও মুখ খুললেন অরিন্দমের তোপসে । 

ABOUT THE AUTHOR

...view details