পশ্চিমবঙ্গ

west bengal

গানের রেকর্ডিংয়ে রূপঙ্কর

ETV Bharat / videos

Rupankar : নতুন বাংলা ছবির গানের রেকর্ডিংয়ে রূপঙ্কর, খোঁজ নিল ইটিভি ভারত - গানের রেকর্ডিংয়ে রূপঙ্কর

By

Published : Jun 22, 2023, 6:11 PM IST

কলকাতা, 22 জুন: তাঁর গানের জাদু শ্রোতাদের নিয়ে যায় আরও গভীরে ৷ তাঁর গান শুনেই 'চুপি চুপি রাত নেমে আসে আকাশে...' ৷ আবার তাঁকে ঘিরে নানান বিতর্কে প্রশ্নও ওঠে 'এ তুমি....কেমন তুমি...' ৷ তবে এটাও ঠিক, গান দিয়ে তিনি ম্যাজিক তৈরি করেছেন ৷ তাই শ্রোতাদের মতে তাঁর মতো কেউ নেই ৷ তিনি রূপঙ্কর বাগচী ৷ গতবছর কেকে'র মৃত্যুতে তিনি জড়িয়ে পরেছিলেন বিতর্কে ৷ সকলের সামনে ক্ষমাও চেয়েছিলেন ৷ ধীরে ধীরে তাঁর সঙ্গীত জীবন আবারও ফিরছে ছন্দে ৷ এবার 'অন্য রূপকথা' নামের একটি আসন্ন বাংলা ছবিতে গান গাইছেন তিনি। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার একটি রেকর্ডিং স্টুডিয়োতে গানের রেকর্ডিং সারলেন শিল্পী রূপঙ্কর বাগচি। ছবির পরিচালক রতন মৈত্র। শিল্পী জানালেন, এই গান তাঁকে ভাবিয়েছে ৷ এই গান তাঁকে নিয়ে গিয়েছে পুরনো দিনে ৷ তিনি জানিয়েছেন, বয়স যত বাড়ছে নানা বিষয় নিয়ে ভীমরতি খাচ্ছেন ৷ যার জেরে সমস্যাতেও পড়ছেন ৷ শিল্পী রূপঙ্কর খোলামেলা আড্ডায় ছবির গান, নিজের মঞ্চে অভিনয়, বড় পর্দায় অভিনয়-সহ নানা বিষয়ে মুখ খুললেন ইটিভি ভারতের প্রতিনিধির কাছে। 

ABOUT THE AUTHOR

...view details