পশ্চিমবঙ্গ

west bengal

মাহেশের রথে ঋতুপর্ণা

ETV Bharat / videos

Rituparna At Mahesh: মাহেশের রথের উৎসবে শামিল ঋতুপর্ণা, দেখুন ভিডিয়ো - Rituparna At Mahesh

By

Published : Jun 28, 2023, 12:47 PM IST

Updated : Jun 28, 2023, 1:54 PM IST

আজ উলটো রথ ৷ আরও একবার রথের রশিতে পড়বে টান ৷ আর এবার বাজবে বিদায়ের সুর ৷ কারণ রীতি অনুযায়ী, বুধবার মাসির বাড়ি থেকে নিজের ঘরে ফিরবেন জগন্নাথ ৷ আর সেই আবহেই সকাল সকাল মাহেশের রথযাত্রার একটি ভিডিয়ো শেয়ার করলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ এবার মাহেশের এই ঐতিহ্যবাহী রথ টান দেখতে নিজেই হাজির হয়েছিলেন ঋতুপর্ণা ৷ গাড়ি থেকে যেমন তিনি হাত নাড়ালেন অনুরাগীদের উদ্দেশ্য়ে তেমনই হাঁটলেন বিপুল জনস্রোতের সঙ্গে পা মিলিয়ে ৷ আর সেই ভিডিয়ো বুধবার অনুরাগীদের জন্য় সোশালে শেয়ার করে তিনি লিখলেন, "রথযাত্রা, লোকারণ্য, মহা ধুমধাম... মাহেশের রথযাত্রা 2023 ৷" কবির এই বিখ্যাত লাইনকেই তাঁর অনুভূতি ব্যক্ত করতে এদিন বেছে নিলেন অভিনেত্রী ৷ 

সম্প্রতি মুক্তি নির্মল চক্রবর্তী পরিচালিত 'দত্তা' ছবিটি ৷ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই উপন্যাস অবলম্বনে ছবি এর আগেও হয়েছে ৷ এমনকী ঋতুপর্ণা সেনগুপ্ত যে চরিত্রে অভিনয় করেছেন সেই চরিত্রে একসময় অভিনয় করেছিলেন মহানায়িকা সুচিত্রা সেনও ৷ তাই লড়াইটা যে বেশ কঠিন ছিল তা বলাই বাহুল্য ৷ তবে দর্শকরা বেশ ভালোবাসা দিচ্ছেন এই ছবিকে ৷ 

Last Updated : Jun 28, 2023, 1:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details