Riddhi Sen on Bismillah: কীভাবে সানাই বাজানোর ভঙ্গিমা রপ্ত করেছিলেন ঋদ্ধি? - Riddhi Sen Shares Thoughts on Bismillah
19 অগস্ট মুক্তির পথে ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত বাংলা ছবি 'বিসমিল্লা'(Riddhi Sen Shares Thoughts on Bismillah)। বংশী এবং সানাই বাদকের চরিত্রে অভিনয় করেছেন ঋদ্ধি সেন। কীভাবে তিনি রপ্ত করেছিলেন বাঁশি এবং সানাই বাজানোর ভঙ্গিমা ? কীভাবে শিখেছিলেন দুটি যন্ত্রের সমস্ত খুঁটিনাটি? জানালেন ইটিভি ভারতকে।
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST