পশ্চিমবঙ্গ

west bengal

ওড়িয়া ভাষায় দেবদাস রঙ্গমঞ্চে বাংলার রণজয়

ETV Bharat / videos

Ranojoy Bishnu Acting Devdas: ওড়িয়া ভাষায় 'দেবদাস', রঙ্গমঞ্চে বাংলার রণজয় - রঙ্গমঞ্চে বাংলার রণজয়

By

Published : Apr 26, 2023, 10:28 PM IST

Updated : Apr 27, 2023, 4:11 PM IST

বাঙালির চোখে আগাগোড়া চিরন্তন প্রেমিক 'দেবদাস'। শরৎচন্দ্রের অমর সৃষ্টিকে একাধিকবার সিনেমায় তুলে ধরেছেন প্রমথেশ বড়ুয়া, বিমল রায়, সঞ্জয় লীলা বনশালির মতো পরিচালকরা। এই কাহিনির এবার দেখা মিলবে রঙ্গমঞ্চে। আর সেখানে দেবদাস হচ্ছেন রণজয় বিষ্ণু ৷ ওড়িয়া ভাষায় মঞ্চস্থ হতে চলেছে 'দেবদাস-দ্য মিউজিক্যাল প্লে'। সেখানে দেবদাসের চরিত্রে অভিনয় করবেন বাংলার রণজয়। এই মিউজিক্যাল প্লে'র জন্য বহু কঠোর পরিশ্রম করেছেন অভিনেতা রণজয়-সহ পুরো টিম। তার জন্য রণজয়কে রপ্ত করতে হয়েছে ওড়িয়া ভাষা। পারো অর্থাৎ পার্বতীর চরিত্রে অভিনয় করবেন ওড়িয়া অভিনেত্রী শীতল ৷ এর পাশাপাশি চন্দ্রমুখীর চরিত্রে রয়েছেন ওড়িয়া অভিনেত্রী বৈশালি। ওড়িয়া ভাষায় এটিই হতে চলেছে প্রথম মিউজিক্যাল প্লে। লিখেছেন দেবদাস চট্টরায়। নির্দেশনায় দেব মেহের। নাটকটিতে থাকবে 10টি গান। ওড়িশার রাজধানী ভুবনেশ্বরের রবীন্দ্র মণ্ডপে আগামিকাল অর্থাৎ 7 এপ্রিল সন্ধে সাতটা থেকে মঞ্চস্থ হবে এই মিউজিক্যাল প্লে। আর তা নিয়ে উচ্ছ্বসিত রণজয়। ব্রডওয়ের মতো মিউজিক্যাল হিসেবেই নাটকটি তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। সঙ্গীত পরিচালনা করেছেন ওম প্রকাশ মোহান্তি। গান গেয়েছেন সুস্মিতা দাস, অরবিন্দ দত্ত, দিবাস্মিতা মিশ্র। 

Last Updated : Apr 27, 2023, 4:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details