Rajdeep Gupta: পাক্কা 6 বছর পর টেলিভিশনে ফিরে কেমন লাগছে রাজদীপ গুপ্তর? - টেলিভিশনে ফিরে কেমন লাগছে রাজদীপ গুপ্তর
নানা চরিত্রে অভিনয় করলেও রাজদীপকে সবাই ঈশান নামেই বেশি চেনেন। আর সেটাকে নিজের প্রাপ্তি বলে মনে করেন অভিনেতা (Rajdeep Gupta Shares His Thoughts )। পাক্কা 6 বছর পর টেলিভিশনে ফিরছেন (Rajdeep Gupta on His New Serial)৷ এই মুহূর্তে 'পঞ্চমী' ধারাবাহিকেই মনোনিবেশ করতে চান তিনি। সেখানে একজন প্রাণবন্ত ব্যবসায়ীর চরিত্রে দেখা যাবে তাঁকে। কেমন লাগছে এতদিন পর 14 ঘণ্টার বন্ধনে আবদ্ধ হয়ে? ইটিভি ভারতকে জানালেন রাজদীপ ।
Last Updated : Feb 3, 2023, 8:33 PM IST