পশ্চিমবঙ্গ

west bengal

দুর্গাপুরে কালবাড়িতে পুজোয় মাতলেন রাজ শুভশ্রী

ETV Bharat / videos

Raj-Subhashree in Durgapur: দুর্গাপুরের ভিড়িঙ্গি কালীবাড়িতে পুজো দিলেন রাজ-শুভশ্রী, সেলেব জুটিকে পেয়ে আপ্লুত ফ্যানেরা - শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়

By

Published : May 24, 2023, 7:30 PM IST

দুর্গাপুরের সুপ্রাচীন ভিড়িঙ্গি শ্মশান কালী মন্দিরে পুজো দিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্য়ায় আর তাঁর সঙ্গে ছিলেন অভিনেত্রীর স্বামী তথা বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তী। অনেকদিন আগে মায়ের সুস্থতার জন্য এই মন্দিরে নাকি প্রার্থনা করে গিয়েছিলেন নায়িকা ৷ তারপর না কি দ্রুত আরোগ্য লাভ করেন নায়িকার মা ৷ বিয়ের পর থেকেই তাঁর এই ভিড়িঙ্গি শ্মশান কালী মন্দিরে আসার ইচ্ছা ছিল বলে জানালেন রাজও ৷ দুই সেলেবের ঝটিকা সফর ঘিরে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার ৷ হঠাৎ করে ভিড়িঙ্গি কালীমন্দিরে শুভশ্রী এবং রাজ চক্রবর্তীর দেখা পেয়ে হতবাক হয়ে যান তাদের ফ্যানরাও । 

এই খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ ভিড় জমায় মন্দির চত্বরে ৷ ভিড় সামলাতে বেশ বেগ পেতে হয় পুলিশকেও । ছোট্ট ইউভানকে কোলে নিয়ে রাজ চক্রবর্তী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন "আমার খুব ভালো লেগেছে। আরও একটু আগে আসার ইচ্ছা ছিল । কিন্তু রাস্তায় যানজট থাকার কারণে একটু দেরি হয়ে গেল। আমার শ্বশুর ও শাশুড়ি মা তাঁরাও এসেছেন। মন্দিরের পরিবেশ অত্যন্ত সুন্দর। এখানকার মানুষজন দারুণভাবে সহায়তা করলেন । আমি মায়ের কাছে সবার সুস্থতা এবং সবাই যাতে আনন্দে থাকে সেই প্রার্থনা জানালাম । শুনলাম এখানে মায়ের কাছে যে যা প্রার্থনা করেন তা পূরণ হয়।" 

ABOUT THE AUTHOR

...view details