পশ্চিমবঙ্গ

west bengal

অন্য 'মায়া'র জালে রাহুল বন্দ্যোপাধ্যায়

ETV Bharat / videos

Rahul Banerjee: বন্দুক হাতে অন্য 'মায়া'র জালে রাহুল বন্দ্যোপাধ্যায়, শুনল ইটিভি ভারত - আবার কাঞ্চনজঙঘা

By

Published : Jul 4, 2023, 11:07 PM IST

Updated : Jul 5, 2023, 9:09 AM IST

'আবার কাঞ্চনজঙঘা'র পর পরিচালক রাজর্ষি দে'র সঙ্গে দ্বিতীয়বার বড়পর্দায় জুটি বাঁধলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। 'মায়া'তে মায়াঙ্ক শর্মার চরিত্রে দেখা যাবে তাঁকে। এই প্রথমবার সুদীপ্তা চক্রবর্তীকে দেখা যাবে তাঁর স্ত্রী'র ভূমিকায়। এর আগে 'খেলা', 'নানা রঙের দিনগুলি' ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। অভিনয় করেছেন 'পিউপা' ছবিতেও। 

'মায়া' ছবিতে কমলেশ্বর মুখোপাধ্যায়কে দেখা যাবে রাহুলের বাবার চরিত্রে। যে বাবাকে রাহুল একেবারেই পছন্দ করেন না। ছবির পরতে পরতে নানা শেড ধরা দিয়েছে মায়াঙ্ক চরিত্রে। যে চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে পেরে খুশি অভিনেতা রাহুল । পাশাপাশি এই চরিত্র ফুটিয়ে তুলতে যতটা হোমওয়ার্ক করেছেন ততটাই ভরসা রেখেছিলেন পরিচালকের উপরেও, জানালেন অভিনেতা ৷ 

সম্প্রতি রাহুল বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হয়েছিল ইটিভি ভারতের প্রতিনিধি । সেখানেই উঠে এসেছে সিনেমা থেকে সিরিয়ালের প্রসঙ্গ । উঠে এসেছে সাম্প্রতিক ধারাবাহিক নিয়ে কথাও । যেখানে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির চরিত্রে অভিনয় করছেন তিনি। রাহুলের এই চরিত্র বাংলা টেলিভিশনের দর্শক বেশ পছন্দ করছেন। এক্ষেত্রে রাহুল পুরো কৃতিত্ব দিয়েছেন প্রযোজক নীলাঞ্জনা সেনগুপ্তকে। সব মিলিয়ে 8 জুলাই ছবির মুক্তি । বড়পর্দায় প্রথমবার ম্যাকবেথের গল্প দর্শকদের মন কতটা জয় করতে পারে, তা সময়ই বলবে ।

Last Updated : Jul 5, 2023, 9:09 AM IST

ABOUT THE AUTHOR

...view details