'হিরো শাসিত ইন্ডাস্ট্রিতে হিরোইনদের জায়গা কম', দাবি পূজার - পূজা বন্দ্যোপাধ্যায়
Published : Jan 13, 2024, 3:31 PM IST
|Updated : Jan 13, 2024, 3:42 PM IST
Puja Baneejee: 26 জানুয়ারি আড্ডা টাইমসে আসছে নতুন ওয়েব সিরিজ 'ক্যাবারে'। ছয় ও সাতের দশকে কলকাতা মাতাতেন ক্যাবারে ডান্সাররা। সন্ধ্যার পার্কস্ট্রিট নিত অন্য চেহারা। সেই সময়ে ক্যাবারে ডান্সার হিসেবে মিস শেফালির বেশ নামডাক ছিল। একাধিক ছবিতে অভিনয়ও করেছেন । সেলেব তকমাধারী এই ক্যাবারে ডান্সারের সময়কাল মাথায় রেখেই উৎসব মুখোপাধ্যায়ের নতুন ওয়েব সিরিজ 'ক্যাবারে'। এটি কিন্তু মিস শেফালির বায়োপিক নয়। এখানে উঠে আসবে 'মিস ইলিনা'র কথা।
গ্রামের মেয়ে খুশি সাহা কীভাবে বাবা আর দাদাকে হারিয়ে প্রায় সর্বহারা হয়ে কলকাতায় এসে আইকন হয়ে ওঠেন, সেটাই দেখানো হবে এই সিরিজে। এই চরিত্রে দেখা যাবে পূজা বন্দ্যোপাধ্যায়কে। চরিত্রের জন্য নাকি, নিজের হাঁটা-চলাতেও অনেক বদল এনেছেন অভিনেত্রী। হোমওয়ার্কও নাকি অনেক করতে হয়েছে ইলিনা হয়ে ওঠার জন্য।
ক্যাবারে ডান্সাররা কীভাবে হাঁটতেন, কীভাবে কথা বলতেন সব নিয়েই চর্চা করতে হয়েছে অভিনেত্রীকে। আগামীতেও এহেন চরিত্র করতে রাজি পূজা। তাঁর কথায়, " আমাদের ইন্ডাস্ট্রি পুরুষ বা হিরো শাসিত। এখানে মেয়েদের নিজেকে অন্যভাবে মেলে ধরে জায়গা বুঝিয়ে দেওয়ার অবকাশ কম।" আর কী বললেন অভিনেত্রী, দেখুন ভিডিয়ো ৷