পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Jagatdal shot: হেরোইন বিক্রির প্রতিবাদ, জগদ্দলে ফের চলল গুলি - জগদ্দলে ফের গুলিবিদ্ধ 2

By

Published : Aug 2, 2022, 11:05 PM IST

Updated : Feb 3, 2023, 8:25 PM IST

এলাকায় হেরোইন বিক্রির প্রতিবাদ করায় এক তৃণমূল-কর্মীকে লক্ষ্য করে গুলি করল দুষ্কৃতীরা (Jagatdal Again Shot Two People)। ঘটনাটি ঘটেছে জগদ্দলের মোমিন পাড়ায় ৷ যদিও অল্পের জন্য রেহাই পেয়েছেন জব্বর আনসারি নামে ওই তৃণমূলকর্মী ৷ জানা গিয়েছে, চারজন দুষ্কৃতী বাইকে চেপে এসে জব্বরকে লক্ষ্য করে গুলি করে । জব্বরের বুক ঘেষে গুলি বেড়িয়ে যায় । ওই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে এক মহিলার পায়ে লাগে । আহতদের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে জগদ্দল থানার বিশাল পুলিশ বাহিনী আসে । এখনও কেউ গ্রেফতার হয়নি । তবে এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ।
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details