Exclusive Prosenjit: প্রথম ওয়েব সিরিজ নিয়ে ইটিভি ভারতে একান্ত আড্ডায় প্রসেনজিৎ - প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
প্রথম ওয়েব সিরিজ আসতে চলেছে তাঁর ৷ 'জুবিলি'র শ্রীকান্ত রায় ইতিমধ্যেই হাজির দর্শকদের দরবারে । বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত অ্যামাজন প্রাইমের নয়া ওয়েব সিরিজ 'জুবিলি'র শ্রীকান্ত রায় আর কেউ নন, তিনি বাংলার বুম্বাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । শুধু বাংলার কেন ? মুম্বইতেও তিনি বুম্বাদা হিসেবেই ভালোবাসা পান । 'জুবিলি'তে তাঁর সহ অভিনেতা অপারশক্তি খুরানা তো রীতিমতো ফ্যান হয়ে গিয়েছে বুম্বা দা'র । সাড়ে 300 ছবিতে কাজ করেও কেউ এমন মাটির মানুষ হয়ে থাকতে পারেন ভাবতেই পারেন না অপারশক্তি । এহেন বুম্বা দা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইটিভি ভারতের সঙ্গে 'জুবিলি' নিয়ে দিলেন বিস্তর আড্ডা । জানালেন হিন্দি ওয়েব সিরিজে প্রথমবার কাজের অভিজ্ঞতা । কথায় কথায় উঠে এল মুম্বই এবং বাংলার ইন্ডাস্ট্রির আরও নানা দিক । কেমন ছিল তাঁর সঙ্গে সেই গপ্পো ও আড্ডা ? কী কী অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন তিনি দর্শকদের সঙ্গে ? কেমন লাগল প্রথমবার ওয়েব সিরিজে কাজ করতে ? সবটাই জানালেন ইটিভি ভারতের দর্শকদের ৷ রইল ভিডিয়ো ৷