পশ্চিমবঙ্গ

west bengal

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

ETV Bharat / videos

'আজও মাকে অনুভব করেন', 'আলোর কোলে' ধারাবাহিক নিয়ে আবেগঘন প্রযোজক প্রসেনজিৎ - Prosenjit Chatterjee

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 10:52 PM IST

Prosenjit Chatterjee Interview: বেশ অনেকদিন পর আবার প্রযোজনায় ফিরলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । তাঁর প্রযোজনায় এবার উঠে আসবে মা হারানো মেয়ের কান্নার গল্প । যে মায়ের কোল খোঁজে । মৃত্যুর পরেও মা তার আশেপাশে থাকে ছায়ার মতো । কিন্তু তাকে তো ছুঁতে পারে না । মেয়ে পুপুলও মাকে অনুভব করতে পারে । কিন্তু মাকে ছুঁতে পারে না । সে তার মাকে সশরীরে ফিরে পেতে চায় । মা তার স্কুল ড্রেস আগে থেকে গুছিয়ে রেখে দেয়, বিপদ থেকে বাঁচিয়ে দেয় । কিন্তু মাকে সে দেখতে পায় না । এভাবেই এগোবে গল্প । এহেন গল্প বন্ধু যুবরাজ ভট্টাচার্যর কাছ থেকে শোনা মাত্রই ভালো লেগে যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের । তিনি এই গল্প নিয়ে ধারাবাহিক করবেন ঠিক করে ফেলেন। 

'আলোর কোলে' নামে এই ধারাবাহিকের প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রয়াত মাকে নিয়ে আবেগে ভাসেন বাংলার সুপারস্টার । তিনি মাকে হারিয়েছেন বহুদিন আগেই । প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত 'ছোট্ট জিজ্ঞাসা' আজও বাঙালির হৃদয় থেকে মুছে যায়নি । সেটিও ছিল মাকে খোঁজারই গল্প ।তবে এই ধারাবাহিকে কি তাঁকে দেখা যাবে, সেই উত্তরও দিলেন অভিনেতা প্রসেনজিৎ ৷

ABOUT THE AUTHOR

...view details