'গান গেয়ে ভাইরাল হলেও তা যেন রুচিসম্মত হয়', দুর্গাপুর উৎসবে অকপট পৌষালি বন্দোপাধ্যায় - পৌষালি বন্দোপাধ্যায়
Published : Dec 21, 2023, 2:22 PM IST
Pousali Banerjee: বাংলার মাটির গানকে সঙ্গী করেই বাংলার মানুষের হৃদয় জয় করেছেন পৌষালী বন্দ্যোপাধ্যায় ৷ সোশাল মিডিয়াতেও তাঁর বহু গান এই মুহূর্তে জনপ্রিয়তা অর্জন করেছে। বাংলায় রিয়ালিটি শোয়ের হাত ধরে নিজস্বী গায়কী কায়দায় অনুরাগীদের মন জয় করেছেন তিনি ৷ একইভাবে দুর্গাপুর উৎসবেও গানে গানে শ্রোতাদের মন ভরালেন পৌষালী ৷ 17 দিন ধরে চলা চিত্রালয় রাজীব গান্ধি স্মৃতি ময়দানে দুর্গাপুর উৎসবে পৌষালী অকপটে স্বীকার করেন, "আঞ্চলিক ভাষায় আমি গান গাই। আমার লক্ষ্য, আঞ্চলিক ভাষাকে সঙ্গী করে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলার মাটির গানকে ছড়িয়ে দেওয়া। আর এখন আমি সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি প্রতিদিন।" নানা রকম প্রতিযোগিতার ভিড়ে শিল্পী হিসাবে কতটা লড়াই করতে হয়? এমন প্রশ্নের জবাবে পৌষালী বলেন, "গান-বাজনা লড়াইয়ের জায়গা নয়। প্রতিযোগিতা অবশ্যই থাকবে। তবে গান-বাজনা হল সুষ্ঠু এক প্রতিযোগিতা। যেখানে দর্শকদের মাঝে কদর পাওয়া এটাই সবচেয়ে বড় লড়াই।" তিনি জানান, মানুষ বাংলা গান আগেও শুনেছেন, এখনও শুনছেন, আগামী দিনেও এই বাংলা গান বেঁচে থাকবে। তবে ভাইরাল হওয়া গানের সুবাদে গায়ক হওয়া অপরাধ নয়। এতে অনেকের প্রতিভা সামনে আসছে। তবে গান যাই হোক না কেন, তা যেন রুচি সম্মত গান হয়।