পশ্চিমবঙ্গ

west bengal

প্রভাসের অনুরাগীদের উপর লাঠিচার্জ!

ETV Bharat / videos

প্রভাসের অনুরাগীদের উপর লাঠিচার্জ! প্রেক্ষাগৃহের সামনে ভিড় সামলাতে ময়দানে পুলিশ - Prabhas Fans Outside Theatre in Hyderabad

By ETV Bharat Bangla Team

Published : Dec 22, 2023, 12:17 PM IST

Police Lathi Charge on Prabhas fans: প্রভাসের ছবি 'সালার' মুক্তি ঘিরে মানুষের আকাশছোঁয়া উন্মাদনায় পুলিশি হস্তক্ষেপ ৷ প্রেক্ষাগৃহে অনুরাগী-দর্শকদের ভিড় ও উচ্ছ্বাস সামলাতে পুলিশকে করতে হল লাঠিচার্জ ৷ প্রভাসের শহর হায়দরাবাদে এমন ঘটনায় হতবাক নেটিজেনরা ৷ জানা গিয়েছে, শুক্রবার বাহুবলি তারকার ছবি মুক্তি পাওয়ার আনন্দে রাত থেকেই বিভিন্ন প্রেক্ষাগৃহের সামনে ভিড় করতে থাকেন অনুরাগীরা ৷ ফলে কর্তৃপক্ষদের সেই ভিড় সামলানোই একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ৷ সেই রকমই আরটিসি এক্স রোডের সন্ধ্যা থিয়েটারের ছবিটাও ছিল একইরকম ৷ রাত 1টা থেকে সেখানে জমায়েত করতে শুরু করেন অনুরাগীরা ৷ শুধু তাই নয়, ছবি মুক্তি উপলক্ষে একটা কনসার্টেরও আয়োজন করা হয় ৷ ফলে রাস্তার উপরে অত্যাধিক দর্শক ও অনুরাগীদের ভিড় সামলাতে ময়দানে নামতে হয় পুলিশকে ৷ যদিও তেমন হতাহতের কোনও খবর নেই ৷ মূলত, 'রাধেশ্যাম' ও 'আদিপুরুষ' বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ার পর এই ছবি ঘিরে দর্শকদের প্রত্যাশা ছিল তুঙ্গে ৷ হলও তাই ৷ প্রশান্ত নীল পরিচালিত 'সালার পার্ট ওয়ান-সিজফায়ার' মুক্তি ঘিরে দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাস সামলাতে পুলিশকে করতে হয় লাঠিচার্জ ৷

ABOUT THE AUTHOR

...view details