পশ্চিমবঙ্গ

west bengal

হিন্দিতে ফেলুদা নিয়ে মুখ খুললেন পরম

ETV Bharat / videos

Parambrata Chattopadhyay: হিন্দিতে ফেলুদা তৈরি কার্যত অসম্ভব, একান্ত সাক্ষাৎকারে দাবি পরমব্রতর - হিন্দিতে ফেলুদা তৈরি কার্যত অসম্ভব

By

Published : May 3, 2023, 11:53 AM IST

Updated : May 3, 2023, 2:53 PM IST

5 মে থেকে ওটিটিতে স্ট্রিমিং শুরু 'সাবাশ ফেলুদা'র । ফেলুদাকে নিয়ে অরিন্দম শীলের এটাই প্রথম কাজ । প্রযোজনায় পরমব্রত চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা 'রোড শো ফিল্মস' । এই সিরিজে ফেলুদার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে । আর তোপসের চরিত্রে থাকবেন অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায় । 

হিন্দিতে যদি কখনও 'ফেলুদা' হয় তা হলে কেমন হবে? এই নিয়েও নিজের মতামত ব্যক্ত করলেন অভিনেতা । তিনি বলেন, " আমি মনে করি হিন্দিতে ফেলুদা করাটা একটু মুশকিল । হিন্দি ভাষায় গোয়েন্দা সাহিত্য় ব্যাপারটা বাংলার মতো নয় ৷ গোয়েন্দা সাহিত্য়টা হিন্দি ভাষায় প্রচণ্ড প্রাপ্তবয়স্কদের জন্য় ৷" তাছাড়া পরম মনে করেন ফেলুদার গল্পে এমন কিছু বিষয় আছে যার মধ্যে বাঙালিয়ানা তীব্র । তাই রকমসকম না বদলালে হিন্দিতে ফেলুদা করা কার্যত সম্ভব ।

এর আগে সন্দীপ রায়ের ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায় তোপসের চরিত্রে অভিনয় করেছেন । গল্পে সত্যজিৎ লিখেছেন তোপসে নিজেও চাইত ফেলুদার মতো জাঁদরেল গোয়েন্দা হতে । পরমব্রতর ক্ষেত্রে বিষয়টা ঘটেছে বাস্তবে । ফেলুদা হিসেবে তাঁর ফেলুদার জার্নি শুরু হয়েছে অনেক আগেই । তবে, এবার অরিন্দম শীলের হাত ধরে নিজের প্রযোজনায় জি ফাইভের প্ল্যাটফর্মে আসছেন পরম । 

Last Updated : May 3, 2023, 2:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details