Paparazzi Diary: পাপারাৎজিদের ক্যামেরাবন্দি দিশা-আদিত্য-আরিয়ানরা - পাপারাৎজির ক্যামেরায় বন্দি দিশা আদিত্য আরিয়ানরা
বলিউড সেলিব্রেটিদের লাইফস্টাইল নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই ৷ মঙ্গলবারও মুম্বইয়ে একই রেস্তোরাঁ থেকে বেরনোর সময় পাপারাৎজিদের ক্য়ামেরায় ধরা পড়লেন দিশা পাটানি, আয়ুষ্মান খুরানা, আরিয়ান খান এবং আদিত্য রায় কাপুর ৷ তাঁদের এদিন ছবি এবং ভিডিয়ো এখন রীতিমতো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ দিশাকে এদিন দেখা যায় স্টাইলিশ অবতারে ৷ স্লিভলেস টপ আর ডেনিম জিনসে এদিন নিজেকে সাজিয়েছিলেন তিনি ৷
একই রেস্তোরাঁ থেকে এদিন বের হতে দেখা গেল শাহরুখ পুত্র আরিয়ানকেও ৷ আরিয়ান এদিন ডেনিমের সঙ্গে বেছে নিয়েছিলেন কালো টি-শার্ট ৷ বাস্তিন রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় এদিন পাপারাৎজিদের জন্য পোজও দেন আয়ুষ্মান খুরানা ৷ আয়ুষ্মানের সঙ্গে এদিন ছিলেন তাঁর স্ত্রী তাহিরা কাশ্যপ ৷ তাহিরা নিজেও একজন লেখক এবং পরিচালক ৷ আয়ুষ্মান খুরানাকে শেষ পর্দায় দেখা গিয়েছে তাঁর 'অ্যান অ্যাকশন হিরো' ছবিতে (Disha Aaryan Aditya and others spotted) ৷ অন্য়দিকে বলিউডে অভিষেক করতে চলেছেন আরিয়ান খানও ৷ তাঁকেও আগামিদিনে দেখা যাবে ক্যামেরার পিছনে ৷ শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে ছবির চিত্রনাট্য লেখার কাজ ইতিমধ্যেই শেষ করে ফেলেছেন আরিয়ান ৷