পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Tunisha Sharma Death Case: ধর্ম বদলে প্ররোচিত করা হয়নি তুনিশাকে, দাবি শিজানের পরিবারের - Sheezan Khan Family on Tunisha Sharma

By

Published : Jan 2, 2023, 5:50 PM IST

Updated : Feb 3, 2023, 8:38 PM IST

প্রয়াত অভিনেত্রী তুনিশা শর্মার পরিবারের বিরুদ্ধে এবার পালটা অভিযোগের তির দাগল শিজান খানের পরিবার ৷ মুম্বইয়ে সম্প্রতি আইনজীবীর সঙ্গে একটি সংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় শিজানের পরিবারের তরফে ৷ সেখানে শিজানের বোন ফলক এবং পরিবারের অন্যান্যরা জানান, লাভ জিহাদের যে তত্ত্ব খাড়া করার চেষ্টা চলছে তা সম্পূর্ণ মিথ্যা ৷ তুনিশাকে কখনওই ইসলাম ধর্ম গ্রহণের জন্য চাপ দেওয়া হয়নি(Kin of Sheezan Khan on Tunisha Sharma) ৷ তুনিশার হিজাব পরা ভাইরাল ছবিটি আসলে তার শোয়ের শুটিং ফ্লোরে তোলা ৷ তার কিছু প্রমাণও এদিন দাখিল করা হয়েছে শিজানের পরিবারের তরফে(Sheezan Khan Family on Tunisha Sharma) ৷ 24 ডিসেম্বর পালঘরের ভাসাইয়ের কাছে একটি ধারাবাহিকের সেট থেকে তুনিশার মৃতদেহ উদ্ধার হয়। এরপর গত 25 ডিসেম্বর এই আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁর প্রেমিক শিজান খানকে গ্রেফতার করে পুলিশ (Tunisha Sharma Death Case)৷
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details