পশ্চিমবঙ্গ

west bengal

শুরু হতে চলেছে সিনে উৎসব

ETV Bharat / videos

মঙ্গলে শুরু সিনেমা উৎসব, নানা রঙে সেজে উঠছে নন্দন - KIFF

By ETV Bharat Bangla Team

Published : Dec 4, 2023, 9:24 PM IST

29th KIFF 2023: রাত পোহালেই শুরু হতে চলেছে 29 তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে 12 ডিসেম্বর পর্যন্ত। এবারের থিম কান্ট্রি স্পেন। অস্ট্রেলিয়া স্পেশাল ফোকাস। সিনে উৎসবকে কেন্দ্র করে সাজো সাজো রব নন্দন চত্বরে। চলছে শেষ লগ্নের কাজ। পটশিল্পকে কেন্দ্র করে সেজে উঠছে নন্দন চত্বরের এক অংশ। কোথাও দাবার কোট, আবার কোথাও লুডোর ঘরের মতো নানা থিমে সেজে উঠছে নন্দন ৷ প্রত্যেক বারের মতো এবারেও থাকছে একাধিক সেলফি জোন। শোলা, রঙ, কাঠ-সহ নানা ধরনের জিনিস ব্যবহার করা হচ্ছে সাজসজ্জার জন্য। শিল্পীদের কথায় কাজ বাকি থাকলেও শেষ করতে হবে ৷ সকলের জন্য চমক রাখা হচ্ছে ৷ দর্শকরা যখন আসবেন, নন্দন দেখে চমকে যাবেন ৷ 

চলতি বছরেও চলচ্চিত্র উৎসবের শুভ সূচনা হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। বিকেল 4টে নাগাদ বসবে উদ্বোধনের আসর ৷ অমিতাভ বচ্চন, শাহরুখ খান না-আসলেও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা সলমন খান, সোনাক্ষী সিনহা-র মতো বলিউড তারকাদের ৷ উপস্থিত থাকবেন টলিউডের একঝাঁক পরিচিত মুখও ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হবে 29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ৷ উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে সুনীল বন্দ্যোপাধ্যায় পরিচালিত উত্তম কুমার-তনুজা অভিনীত 'দেয়া নেয়া'। 

ABOUT THE AUTHOR

...view details