পশ্চিমবঙ্গ

west bengal

সুরেলা আড্ডায় জিৎ গঙ্গোপাধ্যায়

ETV Bharat / videos

Jeet Ganguly: ইটিভি ভারতের সঙ্গে সুরেলা আড্ডায় জিৎ গঙ্গোপাধ্যায় - সৌমিক হালদার

By

Published : May 19, 2023, 11:15 PM IST

মুক্তির অপেক্ষায় আবার বিবাহ অভিযান ৷ জামাইষষ্ঠী উপলক্ষ্যে 25 মে মুক্তি পেতে চলেছে সৌমিক হালদার পরিচালিত এই ছবি ৷ সঙ্গীত পরিচালনার দায়িত্বে জিৎ গঙ্গোপাধ্যায়। ছবির মিউজিক অ্যালবাম মুক্তি পেয়েছে শুক্রবার সন্ধ্যায়, এক সঙ্গীতসফরের মধ্য দিয়ে। সেই সফরে হাজির হয়েছিলেন ছবির সকল কুশীলব-সহ সঙ্গীত পরিচালক জিৎ ৷ এই দিন গান নিয়ে নানান বিষয় উঠে এসেছে সঙ্গীত পরিচালকের কথায় ৷ ইতিমধ্যেই ছবির টাইটেল ট্র্যাক ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ রুদ্রনীল ঘোষ, অঙ্কুশ হাজরা, নুসরত ফারিয়া, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকারের অনবদ্য কমেডি দেখতে অধীর আগ্রহে রয়েছেন দর্শকরা ৷ অন্যদিকে, ইটিভি ভারতের সঙ্গে সুরের জাদুতে ভেসেছেন স্বয়ং জিৎ। শুনিয়েছেন ছবির গানও। পাশাপাশি সাক্ষাৎকারে উঠে এসেছে সুরকার তথা গায়ক জিৎ গঙ্গোপাধ্যায় কেন অভিনেতা অনির্বাণকে পছন্দ করেন ৷ তুলে ধরেন কমেডি ছবির গান বানানো চ্যালেঞ্জের বিষয়টিও ৷ প্রসঙ্গত, 2019 সালে মুক্তি পেয়েছিল 'বিবাহ অভিযান'। রুদ্রনীল ঘোষের লেখা গল্পে ছবিটি পরিচালনা করেছিলেন বিরসা দাশগুপ্ত। মুক্তির পর সুপারহিট হয় এই ছবি। ছবির সাফল্যকে মাথায় রেখেই এরপরে পুরনো জুটিদের নিয়ে তৈরি হয়েছে 'আবার বিবাহ অভিযান'। এই ছবির নতুন সংযোজন সৌরভ দাস।

ABOUT THE AUTHOR

...view details