পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Mimi Chakraborty: বন্দুকবাজি থেকে বাইক চালানো, সঙ্গে রাজনীতি- ব্যালেন্স করতে শিখে গিয়েছেন মিমি - মিমি চক্রবর্তী

🎬 Watch Now: Feature Video

অভিনেত্রী মিমি চক্রবর্তী

By ETV Bharat Bangla Team

Published : Oct 10, 2023, 7:31 PM IST

রোম্যান্টিক নায়িকার মোড়ক থেকে বেরিয়ে একেবারে অন্য ইমেজে নিজেকে মেলে ধরেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী ৷ এবার অপরাধী দমনে বন্দুক হাতে প্রস্তুত এসপি সংযুক্তা মিত্র। পুজোয় মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় প্রযোজিত ও পরিচালিত 'রক্তবীজ' ৷ সেই ছবিতে সংযুক্তা মিত্র হয়ে উঠতে মিমি যেমন বন্দুক ধরার কায়দা শিখেছেন তেমনি পুঙ্খানুপুঙ্খভাবে শিখেছেন বাইক চালানোর কৌশলও। সব নিয়ে কেমন ছিল 'রক্তবীজ' তৈরির জার্নি? জানালেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, খুব ভালো একটা টিমের সঙ্গে কাজ করেছেন তিনি ৷ এই ধরনের অ্যাডভেঞ্চার মূলক কাজ করতে তিনি ভালোবাসেন ৷ শুটিংয়ের বেশিরভাগটাই হয়েছে আউটডোরে ৷ একদিকে প্রচণ্ড গরম আবার কখনও বৃষ্টি, তারমধ্যেই পুরো টিম একসঙ্গে কাজ করেছে ৷ আসলে পরিচালক এই ছবি করার ক্ষেত্রে কোনও খামতি রাখতে চাননি ৷ অভিনেত্রীর সঙ্গে সাক্ষাৎকারে উঠে আসে হিন্দি ছবি কিংবা 'বিগ বস 16', 'খতরো কে খিলাড়ি' থেকে অফার পেয়েও নাকচ করার কথা। সম্প্রতি আবির চট্টোপাধ্যায় তাঁকে পোলাও আর খাসির মাংসের সঙ্গে তুলনা করেন। এর পালটা জবাবে মিমি বলেন, "সবটাই মজা ছিল। আর আবিরদা ভীষণ পলিটিক্যালি কারেক্ট। যা বলে, খুব ভেবে বলেন। সুতরাং এই নিয়ে আমার কিছু বলার নেই। দু'জনে প্রথমবার জুটিতে কাজ করেছি। আশা রাখি ভাল লাগবে সকলের।"

ABOUT THE AUTHOR

...view details