Somnath Kundu: মুম্বই থেকে আসছে না সরঞ্জাম, চিন্তায় 'অপরাজিত'র মেকআপ আর্টিস্ট সোমনাথ - Somnath Kundu
'এক যে ছিল রাজা', ' জুলফিকর', 'গুমনামী', 'অপরাজিত', 'মহানন্দা'-সহ একাধিক ছবি এবং 'ইন্দুবালা ভাতের হোটেল'-এর মতো ওয়েব সিরিজে তাঁর বানানো লুক বহু প্রশংসিত হয়েছে সমালোচকমহলে (Somnath Kundu On Makeup)। 'অপরাজিত'র লুকের ছবি দেখে জিতু কমল নিজের সঙ্গে গুলিয়ে ফেলেছিলেন সত্যজিৎ রায়কে । আসছে 'বাঘাযতীন', 'পদাতিক' এবং 'যমালয়ে জীবন্ত ভানু' । ইতিমধ্যেই সামনে এসেছে 'পদাতিক'-এ মৃণাল সেন ও তাঁর স্ত্রী-সহ আরও কয়েকজনের লুক । শীঘ্রই সামনে আসবে ভানু বন্দ্যোপাধ্যায়ের লুক । অপর্ণা সেনের হিন্দি ছবি 'দ্য রেপিস্ট' এবং একটি হিন্দি ওয়েব সিরিজেও কাজ করেছেন সোমনাথ কুণ্ডু । নিজের প্রস্থেটিক মেকআপের অনুশীলন থেকে মুম্বই থেকে প্রয়োজনীয় মেকআপ কিট না-আসা নিয়ে চিন্তা-সব নিয়ে ইটিভি ভারতের সঙ্গে আলাপচারিতায় সোমনাথ কুণ্ডু। দেখুন শিল্পীর ইন্টারভিউ।