Tunisha Sharma Death Case: তুনিশার মা ও সঞ্জীবের বিরুদ্ধে পালটা অভিযোগ শিজানের পরিবারের - পাল্টা অভিযোগ আনল শিজানের পরিবার
মুম্বইয়ে এক সাংবাদিক সম্মেলনে তুনিশা শর্মার মা বনিতা শর্মার বিরুদ্ধে পালটা অভিযোগ করা হল শিজান খানের পরিবারের তরফে (Tunisha Sharma Death Case) ৷ তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন আইনজীবী শৈলেন্দ্র মিশ্র ৷ শিজানের পরিবারের অভিযোগ সঞ্জীব কৌশলের নাম শুনলেই আতঙ্কিত হয়ে পড়তেন তুনিশা। এমনকী এই সঞ্জীব কৌশলের প্ররোচনায় মা বনিতা একবার তুনিশাকে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টাও করেছিলেন কে এই সঞ্জীব কৌশল? পুলিশ জানিয়েছে, সঞ্জীব সম্পর্কে তুনিশার এক মামা যিনি চণ্ডীগড়ে থাকেন ৷ শিজানের পরিবারের আইনজীবী আরও জানান, তুনিশার তাঁর অর্থের উপর কোনও নিয়ন্ত্রণ সবটাই দেখতেন তাঁর মা বনিতা এবং সঞ্জীব কৌশল (family of Sheezan allegations on Tunisha Mother)৷
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST