পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Khelna Bari: 'খেলনা বাড়ি'তে প্রেমের মৌতাত, কী বলছেন ইন্দ্র-মিতুল ? - খেলনা বাড়িতে প্রেমের মৌতাত কী বলছেন ইন্দ্র মিতুল

By

Published : Aug 8, 2022, 7:44 PM IST

Updated : Feb 3, 2023, 8:26 PM IST

বাংলা টেলিভিশনের পর্দায় চলছে ধারাবাহিক 'খেলনা বাড়ি'। বাংলা ধারাবাহিকের ট্রেন্ড মেনে গল্পের নায়ক ইন্দ্র আর মিতুলের বিয়ে হয়ে যায় আকস্মিকভাবেই ৷ ওদের বিবাহিতজীবনকে এক সুতোয় বেঁধে রেখেছে মিতুলের অবিবাহিতজীবনের পালিত সন্তান গুগলি । ঘটনার জল গড়াচ্ছে নানাদিকে । এরই মাঝে জানা গিয়েছে ইন্দ্রর প্রেমে নাকি আজকাল হাবুডুবু খাচ্ছে মিতুল । দু'জনে ভিজছে বৃষ্টিতে। মিতুল আবার ময়ূরের মতো নাচছেও খোশমেজাজে । সুতরাং গল্পের মোড় ঘুরছে অন্যদিকে। মিতুলের চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা মাইতি । আর ইন্দ্রর চরিত্রে বিশ্বরূপ ঘোষ । দু'জনের দাম্পত্যজীবন এরপর কোনদিকে বাঁক নেয় সেটাই দেখার । গল্পে আসছে নতুন চমক। আর সেই চমকপ্রদ সব পর্বের শ্যুটিং-এর ফাঁকে কী বললেন বিশ্বজিৎ এবং আরাত্রিকা (Khelna Bari Actors Share Their Thoughts)?
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details