নতুনদের জায়গা ছেড়ে দিতে হয়, বলছেন জেসমিন রায় - নতুনদের জায়গা ছেড়ে দিতে হয় বলছেন জেসমিন রায়
Published : Dec 14, 2023, 7:12 PM IST
নতুন ধারাবাহিকে ফের নেগেটিভ রোলে ফিরছেন অভিনেত্রী জেসমিন রায় ৷ 'ত্রিনয়নী', 'কি করে বলব তোমায়'-এর পর এবার 'দ্বিতীয় বসন্ত' ধারাবাহিকে অ্যান্টাগনিস্টের চরিত্রে এই অভিনেত্রী । এক সময় চুটিয়ে অভিনয় করেছেন মুখ্য চরিত্রে । এখন সেই তুলনায় কমই তাঁকে দেখা যায় মুখ্য চরিত্রে । জেসমিনের মতে, নতুনদের জায়গা ছেড়ে দেওয়া উচিত । তাছাড়া নেগেটিভ রোল করতে বেশ লাগে তাঁর । এছাড়া প্রায়শই অভিনেতা অভিনেত্রীরা নিজেদের নেগেটিভ চরিত্রে নিজেকে দেখে নিতে চান ৷ কারণটা নিজেই জানালেন জেসমিনও।
জেসমিন কৃষ্ণভক্ত । 'ভক্তের ভগবান শ্রী কৃষ্ণ' ধারাবাহিকে শ্রী রাধার চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে । গৌরব মণ্ডলের সঙ্গে তাঁর জুটি সাড়া ফেলেছিল দর্শক মহলে । সেই ধারাবাহিকের সূত্রেই জেসমিনের প্রেম অভিনেতা গৌরব মণ্ডলের সঙ্গে । তবে, সেই সম্পর্কের সমাপ্তি ঘটেছে অনেকদিন আগেই । আর প্রেমের সম্পর্কে জড়াতে চান না তিনি । জেসমিন এই মুহূর্তে পরিবার, অভিনয়, পোষ্য নিয়েই ব্যস্ত। ভালোবাসেন ঘুরতে । পাহাড় তাঁর পছন্দের জায়গা । ইটিভি ভারতের সঙ্গে খোলামেলা আড্ডায় আরও অনেক দিক নিয়ে কথা বললেন জেসমিন ৷