পশ্চিমবঙ্গ

west bengal

মদন মিত্র

ETV Bharat / videos

Madan Mitra Interview: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে যেন সিনেমা তৈরি না-হয়, আর্জি মদন মিত্রর - মদন মিত্রের সাক্ষাৎকার

By

Published : Aug 19, 2023, 10:36 PM IST

পরিচালক হরনাথ চক্রবর্তীর পরবর্তী ছবি 'ওহ! লাভলি'তে এক চালকল মালিকের চরিত্রে অভিনয় করেছেন 'কালারফুল' মদন মিত্র। কামারহাটির তৃণমূল বিধায়কের এমনিতে তাঁর রঙিন মেজাজ, নানা মন্তব্যের জন্য এমনিতেই চর্চায় থাকেন ৷ তার উপর এই ছবিতে তাঁর কাজ, মদন মিত্রের গ্ল্যামারে বাড়তি ছটা যোগ করেছে বলাই বাহুল্য ৷ ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ছবিতে তাঁর অভিনয়, অভিজ্ঞতা প্রসঙ্গে খোলামেলা আলোচনা করলেন কামারহাটির বিধায়ক ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনারও নিন্দা করেছেন তিনি ৷ তবে এই ঘটনা নিয়ে ছবি হোক এটাও তিনি চান না ৷ তাঁর কথায়, "আমি চাইব যেন কখনও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই মর্মান্তিক ঘটনা নিয়ে সিনেমা তৈরি না-হয় ।"

অভিষেক ছবিতে এক চালকল মালিকের চরিত্রে অভিনয় করলেও জীবনে কখনও চালকলের মালিক হতে চান না এই তৃণমূল বিধায়ক । কারণ জানাতে গিয়ে মদন মিত্র ইটিভি ভারতকে বললেন, "যে হারে চালের মধ্যে কাঁকর মেশাতে দেখেছি তাতে আমি আর যা-ই হই, চালকলের মালিক হতে চাই না ।" রাজনীতি থেকে অবসর নেওয়ার পর কোনও পরিচালক তাঁকে ডাকলে তিনি অভিনয় করতে রাজি, কিন্তু রাজনীতি থেকে তিনি সরে গেলে আর অভিনয়ের ডাক আসবে কি না, তা নিয়েও সন্দিহান এমএম ।

ABOUT THE AUTHOR

...view details