Interview of Child Actor-Actress: শ্যুটিংয়ের কাজে লন্ডনে পাড়ি, ইটিভি ভারতে সুরেলা সফরে বিলাস-উদিতা - ইটিভি ভারতে সুরেলা সফরে বিলাস উদিতা
টলিউডের দুই জনপ্রিয় লিটল স্টার বিলাস দে এবং উদিতা মুন্সী। এবার অংশুমান প্রত্যুষের ছবিতে অভিনয় করতে দেখা যাবে এই দু'জনকে। বিলাস অভিনয় করবে 'আপনজন' এবং 'বাবুসোনা' দু'টি ছবিতেই। অন্যদিকে, উদিতা অভিনয় করবে 'আপনজন' ছবিতে। দু'জনেই নতুন ছবি নিয়ে বেজায় খুশি। উদিতা এবং বিলাস উভয়েই 'আপনজন' ছবির কাজে পাড়ি দিয়েছে লন্ডন। আসন্ন ছবি নিয়ে উচ্ছ্বসিত দুই অভিনেতাই। ইটিভি ভারতের সাক্ষাৎকারে দু'জনেই গলা মিলিয়ে গানও গাইল। এর মাঝেই বিলাসের একটি সিক্রেট ফাঁস করে দিল উদিতা। কী সেই সিক্রেট? জেনে নিন ভিডিয়োয়। দুই শিশু অভিনেতা তাদের আগামী ছবি নিয়ে কী জানাল তাও দেখে নিন ভিডিয়োতে ৷
উল্লেখ্য, বাংলার প্রথম খুদে সুপারহিরোর ছবি যা গতবছর 24 জুন মুক্তি পেয়েছিল । তার নাম হালুয়াম্যান ৷ তাতে সুপারহিরোর চরিত্রে দর্শকের মন কেড়েছিল শিশু অভিনেতা বিলাস দে ৷ এর আগে হলিউড আর বলিউড মিলিয়ে অনেক সুপারহিরো আমরা দেখেছি কিন্তু হালুয়াম্যান'ই প্রথম কলকাতা শহরে সুপারহিরো। ছবির গল্প শুধু সুপারহিরোর সুপারপাওয়ারের নয় । তাতে ধরা পড়েছে বন্ধুত্ব থেকে শুরু করে বিভিন্ন ধরনের সম্পর্কের টানাপোড়েন ৷