Horo Gouri Pice Hotel: পৈতৃক ভিটের আদলে 'হর গৌরী পাইস হোটেল'-এর সেট বানালেন যিশু সেনগুপ্ত - New Serial Horo Gouri Pice Hotel
বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'হর গৌরী পাইস হোটেল' (New Serial Horo Gouri Pice Hotel )। জুটি বাঁধছেন রাহুল মজুমদার এবং নবাগত শুভস্মিতা মুখোপাধ্যায় । যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্তর প্রযোজনায় আসছে এই ধারাবাহিক (New Serial Horo Gouri Pice Hotel Is Coming Soon)। পৈতৃক ভিটের আদলে 'হর গৌরী পাইস হোটেল'-এর সেট বানিয়েছেন যিশু সেনগুপ্ত । সংশ্লিষ্ট চ্যানেলের ১৪ তম জন্মদিনে নতুন ধারাবাহিকের আগমনের ঘোষণাপর্বের সাক্ষী রইল ইটিভি ভারত ।
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST