Haranath On JU issue: '97 সালেও ছবি করেছিলাম এই নিয়ে, কিছুই পরিবর্তন হল না', যাদবপুর কাণ্ডে আক্ষেপ হরনাথের গলায় - শিক্ষা প্রতিষ্ঠানের হস্টেলে অবাধ ব়্যাগিং
শিক্ষা প্রতিষ্ঠানের হস্টেলে অবাধ ব়্যাগিং ৷ আর তার জেরে চলে গেল আরও একটা তরতাজা প্রাণ ৷ যাদবপুরের মতো প্রতিথযশা বিশ্ববিদ্যালয়ে এমন এক নক্কারজনক ঘটনার পর নড়ে চড়ে বসেছে শাসক-বিরোধী সমস্ত শিবিরই ৷ সাধারণভাবে রাজ্য়ের সংস্কৃতির পীঠস্থানগুলির অন্যতম হিসাবে ধরে নেওয়া হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ৷ দীর্ঘ ঐতিহ্য আর স্বর্ণালি ইতিহাসের সাক্ষী এই প্রতিষ্ঠানে পড়তে আসার স্বপ্ন দেখেছিলেন স্বপ্নদীপও ৷ কিন্তু সেই স্বপ্ন তাঁর অধরাই থেকে গেল ৷ আর এই ঘটনা সামনে আসতেই সরব বিভিন্ন মহল ৷
এবার এই নিয়ে মুখ খুললেন পরিচালক হরনাথ চক্রবর্তীও ৷ তিনিও এই ঘটনার নিন্দা করে দোষীদের কঠোর শাস্তির দাবি তোলেন ৷ হরনাথের কথায়, "কঠোর নিয়ম প্রনয়ন আর উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত ৷ যাতে আর এই ঘটনা না হয় ৷ 97 সালে 'রণক্ষেত্র' নামে একটি ছবি করেছিলাম ৷ খড়গপুর আইআইটির একটি ছেলেকে কাঁটাতারের ওপর ফেলে দেওয়া হয়েছিল ৷ সেই ঘটনা নিয়েই করেছিলাম ছবিটা ৷ সেই 1997 সাল থকে আজ 2023 কি পরিবর্তন হয়েছে? তাহলে নিশ্চয়ই গলদ রয়ে গিয়েছে ৷ আর সেই গলদটা হল কঠোর আইন তৈরি হয়নি ৷"