পশ্চিমবঙ্গ

west bengal

খোলামেলা আড্ডায় গৌরব

ETV Bharat / videos

Gaurav on Abar Proloy : 'ট্রেলারে ছেলের অন্য ইমেজ দেখে খুশি বাবাও', 'আবার প্রলয়' নিয়ে আড্ডায় গৌরব - আবার প্রলয় নিয়ে আড্ডায় গৌরব

By

Published : Aug 5, 2023, 6:33 PM IST

'আবার প্রলয়' সিরিজে একেবারে অন্য ইমেজে ধরা দিতে চলেছেন গৌরব চক্রবর্তী ৷ ছবিতে সব্যসাচী-পুত্রের চরিত্রের নাম কানু । এক সময়ের সত্যান্বেষী এখানে নিজেই খলনায়ক ৷ নারী পাচার চক্রের সঙ্গে জড়িত সে । এই সিরিজে অ্যাকশন থেকে আইটেম ডান্স- সবেতেই নিজেকে অন্যভাবে দেখা যাবে গৌরব চক্রবর্তীকে । বলা ভালো, তাঁকে অন্যভাবে হাজির করলেন রাজ চক্রবর্তী। রাজের হাত ধরেই নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি অভিনেতা ৷ সকলেরই নজর কেড়েছে তাঁর লুক, চালচলন আর কথা বলার স্টাইল ৷ 

'আবার প্রলয়' সিরিজে গৌরবকে চেনাই দায়। নুসরত ফারিয়ার সঙ্গে 'মেনকা তোর সঙ্গে খেলা হবে' গানের সঙ্গে আইটেম ডান্সে নজর কেড়েছেন তিনি । ট্রেলার দেখে কী বলেছেন গৌরবের বাবা সব্যসাচী চক্রবর্তী? উত্তরে অভিনেতা বলেন, "বাবা খুব খুশি । বলেছেন, এই ছবিতে দর্শক তোমাকে সত্যিই অন্যভাবে পাবে । অন্যতম একটা কাজ হতে চলেছে তোমার জীবনের। কাজটা পাওয়ার পর আমি ঋদ্ধিমাকে বলেছি, এই কাজটা যদি আমি না করি তা হলে আমার আর বলার মুখ থাকবে না যে আমি ভালো চরিত্র পাই না। তাই এটা আমি করবই। আমি করলাম। বাকিটা দর্শক বলবেন।" 

ABOUT THE AUTHOR

...view details