Pota Interview: বাংলা গানের জনপ্রিয়তা কমছে ? খোলামেলা জবাব পটার - ক্যাকটাস
নতুন বাংলা গানের (Bengali singer) প্রতি টান ও ভালোবাসা তাঁর বরাবরের । আর সেই কারণেই সারারাত অনুষ্ঠান করেও কলকাতা থেকে আসানসোল পৌঁছে গেলেন ক্যাকটাসের অভিজিৎ বর্মন, থুড়ি পটা (Pota Interview)। আসানসোলে একটি নতুন স্টুডিয়োয় নতুন বাংলা গানের রেকর্ডিং সারলেন তিনি । আসানসোলেরই এক বিশিষ্ট শিল্পীর কথা ও সুরে নতুন বাংলা গানে কণ্ঠ দিলেন পটা । আর রেকর্ডিংয়ের ফাঁকেই মুখোমুখি হলেন ইটিভি ভারতের । একসময় বাংলা ব্যান্ড আলোড়ন ফেলেছিল শ্রোতাদের মধ্যে । নয়ের দশকে বাংলা গানের ট্রেন্ড চেঞ্জ করে দিয়েছিল ক্যাকটাস, ফসিলস, ভুমি, চন্দ্রবিন্দুর মতো বাংলা ব্যান্ডগুলি । কিন্তু বর্তমানে কি সেই জনপ্রিয়তা হারাচ্ছে বাংলা ব্যান্ড ? অনেকেই বলছেন বাংলা ব্যান্ড নাকি অস্তমিত ! নতুন গান তেমনভাবে আর হিট হচ্ছে না । ডিজিটাল মাধ্যম আসার পরেই কি গানের জনপ্রিয়তা কমছে ? এমনই নানা প্রশ্নের খোলামেলা উত্তর দিলেন পটা ।
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST