Anjan Dutt Exclusive: আসন্ন ওয়েব সিরিজ 'সেভেন' নিয়ে আড্ডায় অঞ্জন - অঞ্জন দত্ত
17 মার্চ ওয়েবে আসছে অঞ্জন দত্ত (Anjan Dutt Web Series) পরিচালিত সিরিজ 'সেভেন' (Seven)। ছয়টি রিপুর আভাস রয়েছে এই গল্পে । তা হলে কেন এই সিরিজের নাম 'সেভেন'? এই সিরিজের ক্ষেত্রে এটা একটা খুব বড় প্রশ্ন । বন্ধুত্ব, প্রেম, রহস্য সবই রয়েছে অঞ্জন দত্তের সিরিজে । সিরিজের কাহিনি, চিত্রনাট্য থেকে শুরু করে পরিচালনা করেছেন তিনি ৷ এমনকী এই সিরিজে গানও গেয়েছেন অঞ্জন দত্ত (Anjan Dutt Exclusive)। তাঁর পরিচালনায় কাজ করাটা নিছকই কাজ করা নয়, তিনি অভিনেতাদের কাছে একটা আইকন । সকলকে স্বাধীনভাবে অভিনয়টা করতে দেন অঞ্জন দত্ত । অভিনেতাদের মতামতের যথেষ্ট গুরুত্ব দেন তিনি, সে কথাই জানিয়েছেন 'সেভেন'-এর অভিনেতারা । ওদিকে অঞ্জন দত্ত আবার বললেন, সব অভিনেতারই নিজস্ব কিছু দেওয়ার থাকে । তিনি সেটাই অভিনেতাদের কাছ থেকে নিতে চান । তা বলে কখনওই এটা নয় যে, তাঁর কোনও চরিত্র নিয়ে ভাবনাটি থেকে একেবারে বেরিয়ে যাবে কোনও অভিনেতার অভিনয় । আরও কী কী বললেন অঞ্জন দত্ত ? জানুন এই ভিডিয়োতে ।