পশ্চিমবঙ্গ

west bengal

ETV BHARAT

ETV Bharat / videos

লাইটস ক্যামেরা মেগা: তথ্যচিত্রে এবার মেগা সিরিয়ালের অভিনেত্রীদের জীবন - লাইট ক্যামেরা মেগা

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2024, 5:10 PM IST

Lights Camera Mega: বাংলা টেলিভিশনের আনাচ কানাচ এ বার তথ্যচিত্রে । বাংলা ধারাবাহিকে নারীদের অভিনয় করতে আসা, লড়াই, একটা কাজের পর আর কাজ না পেয়ে অন্তরালে চলে যাওয়া, সব নিয়েই ড. তন্বী চৌধুরীর নতুন ডকুমেন্টরি ফিল্ম 'লাইটস ক্যামেরা মেগা'। এই তথ্যচিত্রের বেশ খানিকটা অংশে রয়েছে ফিকশন । সেখানে অভিনয় করেছেন অনন্যা চট্টোপাধ্যায়-সহ আরও কয়েকজন শিল্পী । এই তথ্যচিত্রে শিল্পী থেকে কাস্টিং ডিরেক্টর, প্রযোজকদের কথাও উঠে এসেছে । একটি মেয়ের অভিনয়ে আসা থেকে শুরু করে সাফল্যের শিখরে ওঠা পর্যন্ত তাঁর ব্যক্তিগত জীবন যে নাট্যশাস্ত্রের নবরসের মধ্যে দিয়ে যায়, সেটিকেই তুলে ধরে এই ডকুমেন্টরি ফিল্মটি । রোড আইল্যান্ড কলেজের অধ্যাপিকা ড. তন্বী চৌধুরীর এই ডকুমেন্টরিতে উঠে এসেছে 18-25 বছর বয়সি পার্শ্বচরিত্রাভিনেত্রীদের লড়াইয়ের কথাও । এমনকী এলজিবিটিকিউ কমিউনিটি থেকে উঠে আসা অভিনেতাদের সংগ্রামের কাহিনিও উঠে এসেছে এই ডকুফিল্মে । 16 জানুয়ারি নন্দনে-3-তে দেখানো হয়েছে এই তথ্যচিত্র । আজ এই ডকুফিল্মের ফিকশন অংশের মুখ্য চরিত্রাভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়ের জন্মদিন । তাঁর জন্মদিনেই উন্মুক্ত হল পোস্টার এবং দেখানো শুরু হল ডকুফিল্মটি । উল্লেখ্য, এই তথ্যচিত্রটি নন প্রফিট গবেষণামূলক কাজ । এই তথ্যচিত্রটিকে বিভিন্ন ফেস্টিভ্যালে নিয়ে যেতে চান পরিচালক ড. তন্বী চৌধুরী । এতে উঠে এসেছে অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য, অনন্যা সেন, কুসুম সামন্ত, সুজি ভৌমিক, শোলাঙ্কি রায়, মল্লিকা মজুমদারের মতো অভিনেত্রীদের বক্তব্য । অনন্যা চট্টোপাধ্যায় এ দিন বলেন, "বাংলা ধারাবাহিক নারীনির্ভর হলেও মেয়েরা কম পারিশ্রমিক পায় ছেলেদের তুলনায় । এটা ঠিক নয় ।"

ABOUT THE AUTHOR

...view details